ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সকালে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন সাহেবজাদা ফারহান। রাতে পাকিস্তানি এই ক্রিকেটার গড়লেন অসাধারণ এক রেকর্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদের হয়ে ফারহান ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। তাতে এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন ফারহান। এ বছর টি-টোয়েন্টিতে ১০০০ রান করতে ফারহানের লেগেছে ১৮ ইনিংস। কোহলিরও এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রান করতে লেগেছিল ১৮ ইনিংস। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড করেছিলেন কোহলি।
রেকর্ড গড়ার রাতটা পুরোপুরি নিজের করে নিতে পারেননি ফারহান। তাঁর দল ইসলামাবাদ ইউনাইটেড ৩০ রানে হেরে গেছে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২০৯ রান। জয়ের লক্ষ্যে নামা ইসলামাবাদ ১০ ওভারে ২ উইকেটে করেছে ৯৪ রান। তবে দারুণ এই শুরু দলটি ধরে রাখতে পারেনি। ১৯.৪ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় দলটি। ৩০ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইসলামাবাদের ফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে দলটি। সেই ম্যাচে ইসলামাবাদের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে আজ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস এলিমিনেটরের ম্যাচ। এলিমিনেটর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ইসলামাবাদের বিপক্ষে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম হাজার রানের রেকর্ডে কোহলি-ফারহানের পর আছেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১০০০ রান করতে রিজওয়ানের লেগেছিল ২০ ইনিংস। আর এ বছর ফারহান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ইনিংসে ৬৫.৬৮ গড় ও ১৭২.৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০৫১ রান। ফর্মে থাকা এই ক্রিকেটার এখন বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তাই বটে।
টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম এক হাজার রানের রেকর্ড
ইনিংস সাল
বিরাট কোহলি ১৮ ২০১৬
সাহিবজাদা ফারহান ১৮ ২০২৫
মোহাম্মদ রিজওয়ান ২০ ২০২১
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল সকালে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন সাহেবজাদা ফারহান। রাতে পাকিস্তানি এই ক্রিকেটার গড়লেন অসাধারণ এক রেকর্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদের হয়ে ফারহান ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। তাতে এক বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন ফারহান। এ বছর টি-টোয়েন্টিতে ১০০০ রান করতে ফারহানের লেগেছে ১৮ ইনিংস। কোহলিরও এক বছরে টি-টোয়েন্টিতে হাজার রান করতে লেগেছিল ১৮ ইনিংস। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড করেছিলেন কোহলি।
রেকর্ড গড়ার রাতটা পুরোপুরি নিজের করে নিতে পারেননি ফারহান। তাঁর দল ইসলামাবাদ ইউনাইটেড ৩০ রানে হেরে গেছে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২০৯ রান। জয়ের লক্ষ্যে নামা ইসলামাবাদ ১০ ওভারে ২ উইকেটে করেছে ৯৪ রান। তবে দারুণ এই শুরু দলটি ধরে রাখতে পারেনি। ১৯.৪ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় দলটি। ৩০ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইসলামাবাদের ফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে দলটি। সেই ম্যাচে ইসলামাবাদের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে আজ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস এলিমিনেটরের ম্যাচ। এলিমিনেটর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ইসলামাবাদের বিপক্ষে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম হাজার রানের রেকর্ডে কোহলি-ফারহানের পর আছেন মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১০০০ রান করতে রিজওয়ানের লেগেছিল ২০ ইনিংস। আর এ বছর ফারহান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৮ ইনিংসে ৬৫.৬৮ গড় ও ১৭২.৫৭ স্ট্রাইকরেটে করেছেন ১০৫১ রান। ফর্মে থাকা এই ক্রিকেটার এখন বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তাই বটে।
টি-টোয়েন্টিতে এক বছরে দ্রুততম এক হাজার রানের রেকর্ড
ইনিংস সাল
বিরাট কোহলি ১৮ ২০১৬
সাহিবজাদা ফারহান ১৮ ২০২৫
মোহাম্মদ রিজওয়ান ২০ ২০২১
বৃষ্টির বাধায় বেশির ভাগ সময় বন্ধ থাকা দ্বিতীয় দিনের খেলা শেষে মিরপুরে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের চার দিনের ম্যাচে লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল তোলে ৩৫৭ রান। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ১০৪ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
২৭ মিনিট আগেআরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সৌম্য সরকারকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। এবার পাকিস্তান সফরেও তাঁর খেলা হচ্ছে না। সৌম্যর পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও বাংলাদেশের হচ্ছে দুর্দান্ত। ছন্দে থাকা বাংলাদেশের জন্যও রয়েছে বিপদ।
৩ ঘণ্টা আগেআরব আমিরাত সিরিজ শেষ হওয়ার ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। শারজায় গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। এই সিরিজের পরপরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেন।
৪ ঘণ্টা আগে