Ajker Patrika

রাজউকের সাইটে হানা জালিয়াত চক্রের

তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নকশা অনুমোদনের অনলাইন প্রক্রিয়ায় প্রবেশ করে জালিয়াত চক্র বিতর্কিত নকশার অনুমোদন নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরাপদ সাইট থেকে ১৭ মিনিটে তারা তিনটি গুরুত্বপূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পের নকশা অনুমোদন করিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে মঙ্গলবার দুপুর থেকে অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রেখেছে রাজউক। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা সাইট থেকে নকশা অনুমোদনের কাজটি করেছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। নকশা অনুমোদনের সাইট আমরা আপাতত বন্ধ রেখেছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দায়ীদের চিহ্নিত করবে।’

রাজউক সূত্রে জানা যায়, রাজউকের নকশা অনুমোদনে ইলেকট্রনিক কন্ট্রোল পারমিট সিস্টেম (ইসিপিএস) ব্যবহার করা হয়ে থাকে। এখানে অনলাইন পদ্ধতিতে অনলাইনে নকশা অনুমোদন করা হয়। গত মঙ্গলবার রাজউক কর্মকর্তারা দেখতে পান, কে বা কারা সেখানে প্রবেশ করে তিনটি নকশা অনুমোদন করে নিয়েছে। মাত্র ১৭ মিনিটে পরপর তিনটি নকশা অনুমোদন হওয়ার কথা নয়। আর যে তিনটি নকশা অনুমোদন করা হয়েছে, তা রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা বসুন্ধরা, উত্তরা ও মিরপুর সাগুফতা হাউজিং এলাকার। ধারণা করা হচ্ছে, রাজউকের আইটি বিভাগের লোকজনের যোগসাজশে ভূমিমালিকেরা এ কাজ করতে পারেন। কারণ, উচ্চ নিরাপত্তা সিস্টেম ভেদ করে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার লোকজন ছাড়া এ ধরনের কাজ হওয়া কঠিন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যে তিনটি নকশা অনুমোদন দেখানো হচ্ছে, তা বিতর্কিত। নিয়ম অনুযায়ী এসব নকশা কখনো অনুমোদন পাবে না। তাই সাইট থেকে জালিয়াতি করে পাস করানো হয়েছে। তিনটি বহুতল ভবনের নকশা পাস করাতে হলে তাতে বিধি অনুযায়ী বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটির অনুমোদন লাগে। সেখানে ইমারত পরিদর্শক থেকে শুরু করে অথরাইজড অফিসার হয়ে সদস্যের পর্যন্ত অনুমোদন লাগে। মঙ্গলবার এ ঘটনা জানাজানি হলে সংস্থাটির চেয়ারম্যান তাৎক্ষণিক পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন। সেখানে সদস্য (পরিকল্পনা) শেখ মতিয়ার রহমানকে আহ্বায়ক ও সংশ্লিষ্ট অথরাইজড অফিসারকে সদস্যসচিব করা হয়েছে। তাঁরা আগামী তিন কর্মদিবসের মধ্যে চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘নকশা অনুমোদনের জন্য বেশ কিছু কর্মকর্তার সাইটে প্রবেশাধিকার রয়েছে। এখন কে কাজটি করেছেন, তা জানা যায়নি। তবে যিনি এ কাজ করেছেন এবং যাদের নকশা অনুমোদন করা হয়েছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা এসব নকশা বাতিলসহ ফৌজদারি মামলা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত