Ajker Patrika

পাকিস্তান সিরিজ শেষ সৌম্যর, ফিরলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৫, ১৭: ১১
চোটে বাদ পড়লেন সৌম্য। ফিরেছেন মিরাজ। ছবি: ফেসবুক
চোটে বাদ পড়লেন সৌম্য। ফিরেছেন মিরাজ। ছবি: ফেসবুক

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সৌম্য সরকারকে দেখতে হয়েছে ডাগআউটে বসে। এবার পাকিস্তান সফরেও তাঁর খেলা হচ্ছে না। সৌম্যর পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

পিঠের চোটের কারণে পাকিস্তান সিরিজের দল থেকে সৌম্য ছিটকে গেছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘মেডিক্যাল অবস্থা পর্যবেক্ষণ করে এটা বোঝা গেল যে চোট থেকে সেরে উঠতে সম্ভবত ১০ থেকে ১২ দিন লাগবে। তাতে বোঝা গেল আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজে খেলতে পারছে না সে।’ পাকিস্তান সফরের দলে মিরাজকে নিয়েছে বিসিবি।

মিরাজ এখন আছেন পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে নিয়েছে লাহোর কালান্দার্স। লাহোর কালান্দার্সে মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন ও সাকিব আল হাসান। আজ হয়তো তিন বাংলাদেশিকে একসঙ্গে দেখা যেতে পারে কালান্দার্সের একাদশে। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এলিমিনেটরের লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ।

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণার সময় ছিল না মিরাজের নাম। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে না নেওয়ায় তখন অনেক সমালোচনা হয়েছিল। অবশেষে সৌম্য ছিটকে যাওয়ায় কপাল খুলল মিরাজের। ২৮ মে, ৩০ মে ও ১ জুন হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত