Ajker Patrika

সোহানের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে টেস্টে ৩৫০ পার ‘এ’ দলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানের জন্য ছুটছেন নুরুল হাসান সোহান ও অমিত হাসান। ছবি: বিসিবি
রানের জন্য ছুটছেন নুরুল হাসান সোহান ও অমিত হাসান। ছবি: বিসিবি

বৃষ্টির বাধায় বেশির ভাগ সময় বন্ধ থাকা দ্বিতীয় দিনের খেলা শেষে মিরপুরে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের চার দিনের ম্যাচে লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল তোলে ৩৫৭ রান। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ১০৪ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

আগের দিনের ৪ উইকেটে ২২৫ রান নিয়ে মিরপুরে আজ খেলা শুরু করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পর খেলা শুরু হলেও ১০ মিনিট বৃষ্টি নামে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই আসে লাঞ্চের বিরতি।

বিরতি শেষে অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন দলকে এগিয়ে নিতে থাকেন। দলীয় ২৭৫ রানে ব্যক্তিগত ২৪ রানে ডেন ফক্সক্রফটের বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন অঙ্কন। ভাঙে অমিতের সঙ্গে তাঁর ৫২ রানের জুটি। অঙ্কন ব্যর্থ হলেও ৯৬ বলে ফিফটি ছুঁয়ে ৬৭ রানে থামেন অমিত। অমিতের বিদায়ের পর অবশ্য দ্রুতই বিদায় নেন নাসুম আহমেদ ও নাঈম হাসান। দুজনই আউট হয়েছেন কোনো রান না করেই। তবে দলের স্কোর সাড়ে ৩০০ পেরোতে অবদান অধিনায়ক নুরুল হাসান সোহানের মারমুখি ব্যাটিংয়ের। কিউই ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা অধিনায়ক নুরুল হাসান সোহান ওয়ানডে মেজাজে খেলে এদিন ৩টি চার ও সমান ছয়ে ৪০ বলে করেছেন ৪৮ রান। এই ইনিংস খেলার পথে ফাউলকেসকে টানা দুই ওভারে হাঁকিয়েছেন তিনটি ছক্কা। দুটি মিড উইকেট ও একটি ডিপ কাভারের ওপর দিয়ে। বেন লিস্টার ও জয়ডেন লেনক্স নিয়েছেন ৩টি করে উইকেট।

প্রথম ইনিংস শুরু করে নিউজিল্যান্ডে এগিয়েছে বেশ সতর্কতার সঙ্গে। দলীয় ২৪ রানে ওপেনার রিস মারিউকে হারানোর পর আর কোনো উইকেট না হারিয়েই দিন পার করেছে। ১ উইকেটে তুলেছে ১০৪ রান। ৪৮ রান নিয়ে জো কার্টার আছেন উইকেটে। তাঁর সঙ্গী কার্টিস হেফির রান ৪১। কিউইদের উইকেটটি নিয়েছেন খালেদ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত