২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। তার জন্য ক্ষতিপূরণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৮.২ কোটি রুপি) পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকাশ চোপড়ার বরাতে আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অনেক বৈঠক ও আলোচনার পরে গত বৃহস্পতিবার পিসিবি হাইব্রিড মডেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকায় পিসিবিও শর্ত দেয় তারাও ভারতে আইসিসির কোনো টুর্নামেন্টে দল পাঠাবে না। সেটির মীমাংসা হয়েছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
তবে হাইব্রিড মডেলের জন্য কোনো প্রকার আর্থিক ক্ষতি পোহাতে হবে না পিসিবিকে। এমনটাই জানিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার চোপড়া। এমনকি ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করায় পাকিস্তান আইসিসি থেকে অতিরিক্ত অর্থ পাবে বলেও দাবি করেছেন তিনি। চোপড়া তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এ নিয়ে বলেছেন, ‘না, পাকিস্তান অর্থ হারাচ্ছে না। তারা হাইব্রিড মডেলে রাজি হয়েছে। তবে তাদের খালি হাতে যেতে হবে না। বর্তমান দৃশ্যে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচ হবে হাইব্রিড মডেলে। ভারত যদি পাকিস্তানে না যায় তবে পাকিস্তানও আসবে না ভারতে। পাকিস্তানও তাদের ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে।’
চোপড়া জানান, ভারত যদি পাকিস্তান সফরে রাজি হতো, তবে সেটি পরবর্তী অর্থনীতিতে বিশাল এক উদ্দীপনা জাগাত। এ নিয়ে তিনি আরও বলেন, ‘কোনো অর্থনৈতিক ক্ষতি নেই (পাকিস্তানের জন্য)। তারা অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার পাবে বাইরে ম্যাচ আয়োজনের জন্য। নিঃসন্দেহে অতিরিক্ত ব্যয়ও হবে। তাই আইসিসি পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত আরও ০.৪৫ মিলিয়ন ডলার দেবে। তবে একমাত্র ক্ষতি টুরিজমের, যেটা তাদের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বললে, ভ্রমণের জন্য পাকিস্তান অনন্য। পাকিস্তানের লোকজন খুবই অতিথিপরায়ণ।’
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। তার জন্য ক্ষতিপূরণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৮.২ কোটি রুপি) পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকাশ চোপড়ার বরাতে আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অনেক বৈঠক ও আলোচনার পরে গত বৃহস্পতিবার পিসিবি হাইব্রিড মডেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকায় পিসিবিও শর্ত দেয় তারাও ভারতে আইসিসির কোনো টুর্নামেন্টে দল পাঠাবে না। সেটির মীমাংসা হয়েছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
তবে হাইব্রিড মডেলের জন্য কোনো প্রকার আর্থিক ক্ষতি পোহাতে হবে না পিসিবিকে। এমনটাই জানিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার চোপড়া। এমনকি ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করায় পাকিস্তান আইসিসি থেকে অতিরিক্ত অর্থ পাবে বলেও দাবি করেছেন তিনি। চোপড়া তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এ নিয়ে বলেছেন, ‘না, পাকিস্তান অর্থ হারাচ্ছে না। তারা হাইব্রিড মডেলে রাজি হয়েছে। তবে তাদের খালি হাতে যেতে হবে না। বর্তমান দৃশ্যে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচ হবে হাইব্রিড মডেলে। ভারত যদি পাকিস্তানে না যায় তবে পাকিস্তানও আসবে না ভারতে। পাকিস্তানও তাদের ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে।’
চোপড়া জানান, ভারত যদি পাকিস্তান সফরে রাজি হতো, তবে সেটি পরবর্তী অর্থনীতিতে বিশাল এক উদ্দীপনা জাগাত। এ নিয়ে তিনি আরও বলেন, ‘কোনো অর্থনৈতিক ক্ষতি নেই (পাকিস্তানের জন্য)। তারা অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার পাবে বাইরে ম্যাচ আয়োজনের জন্য। নিঃসন্দেহে অতিরিক্ত ব্যয়ও হবে। তাই আইসিসি পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত আরও ০.৪৫ মিলিয়ন ডলার দেবে। তবে একমাত্র ক্ষতি টুরিজমের, যেটা তাদের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বললে, ভ্রমণের জন্য পাকিস্তান অনন্য। পাকিস্তানের লোকজন খুবই অতিথিপরায়ণ।’
গতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
২ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৫ ঘণ্টা আগে