Ajker Patrika

আইসিসির শত কোটি টাকার ‘প্রজেক্ট’ নিয়ে সন্দেহ ওয়েস্ট ইন্ডিজের

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২০: ৩৬
আইসিসির শত কোটি টাকার ‘প্রজেক্ট’ নিয়ে সন্দেহ ওয়েস্ট ইন্ডিজের

টেস্ট বাঁচাতে প্রায় ২০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে আইসিসির। তবে ‘প্রোজেক্ট’টা খুব একটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাহী জনি গ্রেভ। 

কম সময়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে অধিক টাকা উপার্জন করা যায় বলে টেস্ট থেকে অনেক তারকা ক্রিকেটার মুখ ফিরিয়ে নেন। ওয়েস্ট ইন্ডিজের মতো যেসব বোর্ড অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের জন্য আইসিসি দেড় কোটি ডলার তহবিল গঠন করতে যাচ্ছে বলে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদন প্রকাশ করেছে।বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭৯ কোটি ৬৭ লাখ টাকা। জয় শাহ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সম্মিলিত পরামর্শে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এমন প্রস্তাব দিয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে।

জয় শাহ এরই মধ্যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন। তিনি মূলত গ্রেগ বার্কলের চেয়ারে বসেছেন। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পদে পরিবর্তন আসার পর যুক্তরাজ্য ভিত্তিক একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গ্রেভ। আইসিসির সম্ভাব্য প্রজেক্ট নিয়ে সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী বলেন, ‘তিন মোড়লের থেকে ইতিবাচক কিছু পেলাম। আমার মতে টেস্ট তহবিলটা ভালো এক উদ্যোগ। আমার মনে হয় না বছরে ১.৫ কোটি ডলার কোনো পার্থক্য গড়ে দিতে পারবে।’ 

আইসিসির তহবিল গঠনের পরিকল্পনায় ন্যূনতম ম্যাচ ফি হতে পারে ১০ হাজার ডলার (বাংলাদেশি প্রায় ১২ লাখ টাকা)। এই টাকার অঙ্কটাও খুব একটা কার্যকরী হবে বলে মনে করছেন না গ্রেভ। সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী বলেন, ‘এমনকি এক টেস্ট ম্যাচের ফি দশ হাজার ডলারও ফলপ্রসূ মনে হচ্ছে না। আমরা খেলোয়াড়দের ১০ হাজার ডলার দিয়ে থাকি। যখন এমন একটা ধারণা বেরিয়েছিল আমার হাসি পেয়েছিল। চিন্তা করছিলাম, এটা ক্রিকেটকে কীভাবে পরিবর্তন করবে? টেস্ট ক্রিকেট বাঁচাতে কীভাবে সেটা সহায়ক হবে, যেখানে আমাদের ক্রিকেটাররাই সেই টাকা পেয়ে থাকেন? এটা কোনো পার্থক্য করে দিতে পারবে বলে মনে করি না।’ 

২০১৯ থেকে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ৫ বছরে এই নিয়ে তৃতীয় চক্র চলছে। তিন চক্রে ওয়েস্ট ইন্ডিজ ৩৫ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৮ ম্যাচ। হেরেছে ২১ ম্যাচ। ড্র হয়েছে ৬ ম্যাচ। ক্যারিবীয়দের টেস্টে উন্নতির উপায় বাতলে দিলেন গ্রেভ, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটে উন্নতি করার একটা উপায় আমার জানা আছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা যেতে পারে। সেটা টেস্ট উইন্ডোর মধ্যেই করা যেতে পারে। যেখানে আপনি ফ্র্যাঞ্চাইজির সুযোগ-সুবিধার সঙ্গে পেরে উঠছেন না। আমাদের ‘এ’ দলের প্রোগ্রামেও অবদান রাখতে পারছেন না। ‘এ’ দলের সফর নিয়ে খুবই ভুগছি।’ 

এ বছরের অক্টোবরে সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করছেন গ্রেভ। এ মাসের শুরুতে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এই পদে তিনি আছেন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত