Ajker Patrika

শিগগিরই পদত্যাগ করছেন আইসিসির চেয়ারম্যান 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০: ৫৭
শিগগিরই পদত্যাগ করছেন আইসিসির চেয়ারম্যান 

ক্রীড়াঙ্গনে পড়েছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা জমা দিচ্ছেন পদত্যাগপত্র। বাদ যায়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায়ও (আইসিসি)। পদত্যাগ করছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। 

ভার্চুয়ালি গতকাল হয়েছে আইসিসির বোর্ড সভা। সেই সভা শেষে নিশ্চিত হওয়া গেল যে এ বছরের নভেম্বরের শেষে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন বার্কলে। কারণ নভেম্বরে চেয়ারম্যান পদে তাঁর এই মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে তিনি আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। আইসিসি এরই মধ্যে নতুন চেয়ারম্যান খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। ভার্চুয়াল বোর্ড সভা শেষে ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান পরিচালকদের মনোনয়ন ফরম ২৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে। যদি একজনের বেশি প্রতিদ্বন্দ্বী থাকেন, তাহলে নির্বাচন হবে। নতুন চেয়ারম্যান ২০২৪-এর ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন।’ 

আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। নতুন চেয়ারম্যান বাছাই করতে নির্বাচন হবে কি না, সেটা এখন নির্ভর করছে জয় শাহের ওপর। আইসিসির এক সূত্র বলেছে, ‘নির্বাচন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার জন্য কমপক্ষে একজন প্রতিদ্বন্দ্বী থাকতে হবে প্রতিযোগিতায়। অবশ্য এটা এখনো স্পষ্ট নয় যে তখন প্রতিযোগিতা হবে কি না। জনাব জয় শাহ কী ভাবছেন, তার ওপর নির্ভর করছে। যদি তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন, তাহলে কোনো নির্বাচন হবে না। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।’ 

বর্তমানে আইসিসির চেয়ারম্যান পদের মেয়াদ দুই বছর। নতুন যিনি আসবেন, তিনি তিন বছরের জন্য এই পদে থাকবেন। ২০২২ সালের নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার আগে বার্কলে আরও একবার আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে ২০২০ সালের নভেম্বরে নিয়োগ পেয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত