ক্রীড়াঙ্গনে পড়েছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা জমা দিচ্ছেন পদত্যাগপত্র। বাদ যায়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায়ও (আইসিসি)। পদত্যাগ করছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে।
ভার্চুয়ালি গতকাল হয়েছে আইসিসির বোর্ড সভা। সেই সভা শেষে নিশ্চিত হওয়া গেল যে এ বছরের নভেম্বরের শেষে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন বার্কলে। কারণ নভেম্বরে চেয়ারম্যান পদে তাঁর এই মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে তিনি আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। আইসিসি এরই মধ্যে নতুন চেয়ারম্যান খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। ভার্চুয়াল বোর্ড সভা শেষে ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান পরিচালকদের মনোনয়ন ফরম ২৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে। যদি একজনের বেশি প্রতিদ্বন্দ্বী থাকেন, তাহলে নির্বাচন হবে। নতুন চেয়ারম্যান ২০২৪-এর ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন।’
আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। নতুন চেয়ারম্যান বাছাই করতে নির্বাচন হবে কি না, সেটা এখন নির্ভর করছে জয় শাহের ওপর। আইসিসির এক সূত্র বলেছে, ‘নির্বাচন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার জন্য কমপক্ষে একজন প্রতিদ্বন্দ্বী থাকতে হবে প্রতিযোগিতায়। অবশ্য এটা এখনো স্পষ্ট নয় যে তখন প্রতিযোগিতা হবে কি না। জনাব জয় শাহ কী ভাবছেন, তার ওপর নির্ভর করছে। যদি তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন, তাহলে কোনো নির্বাচন হবে না। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।’
বর্তমানে আইসিসির চেয়ারম্যান পদের মেয়াদ দুই বছর। নতুন যিনি আসবেন, তিনি তিন বছরের জন্য এই পদে থাকবেন। ২০২২ সালের নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার আগে বার্কলে আরও একবার আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে ২০২০ সালের নভেম্বরে নিয়োগ পেয়েছিলেন তিনি।
ক্রীড়াঙ্গনে পড়েছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা জমা দিচ্ছেন পদত্যাগপত্র। বাদ যায়নি ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায়ও (আইসিসি)। পদত্যাগ করছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে।
ভার্চুয়ালি গতকাল হয়েছে আইসিসির বোর্ড সভা। সেই সভা শেষে নিশ্চিত হওয়া গেল যে এ বছরের নভেম্বরের শেষে আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন বার্কলে। কারণ নভেম্বরে চেয়ারম্যান পদে তাঁর এই মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের নভেম্বরে তিনি আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। আইসিসি এরই মধ্যে নতুন চেয়ারম্যান খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। ভার্চুয়াল বোর্ড সভা শেষে ক্রিকেটের অভিভাবক সংস্থা গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান পরিচালকদের মনোনয়ন ফরম ২৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে। যদি একজনের বেশি প্রতিদ্বন্দ্বী থাকেন, তাহলে নির্বাচন হবে। নতুন চেয়ারম্যান ২০২৪-এর ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন।’
আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। নতুন চেয়ারম্যান বাছাই করতে নির্বাচন হবে কি না, সেটা এখন নির্ভর করছে জয় শাহের ওপর। আইসিসির এক সূত্র বলেছে, ‘নির্বাচন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার জন্য কমপক্ষে একজন প্রতিদ্বন্দ্বী থাকতে হবে প্রতিযোগিতায়। অবশ্য এটা এখনো স্পষ্ট নয় যে তখন প্রতিযোগিতা হবে কি না। জনাব জয় শাহ কী ভাবছেন, তার ওপর নির্ভর করছে। যদি তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন, তাহলে কোনো নির্বাচন হবে না। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।’
বর্তমানে আইসিসির চেয়ারম্যান পদের মেয়াদ দুই বছর। নতুন যিনি আসবেন, তিনি তিন বছরের জন্য এই পদে থাকবেন। ২০২২ সালের নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার আগে বার্কলে আরও একবার আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে ২০২০ সালের নভেম্বরে নিয়োগ পেয়েছিলেন তিনি।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
১৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৩৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে