Ajker Patrika

মাশরাফি বললেন, সাকিব এ রকমই-৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২: ৫০
মাশরাফি বললেন, সাকিব এ রকমই-৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশও ম্যাচ হেরেছিল ৩ উইকেটে। সমালোচিত হয়েছিল সাকিবের বোলিং। শেষ টি-টোয়েন্টিতে কী দুর্দান্তভাবে ফিরে জবাব দিলেন সাকিব। 

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেন আগে থেকেই জানতেন সাকিব এভাবেই ফিরে আসবেন। ম্যাচ শেষে মাশরাফি তাই ফেসবুকে লিখেছেন, ‘সাকিব এ রকমই। ৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে।’ মাশরাফি পুরো সিরিজের ওপরেই চোখ রেখেছিলেন। দলকে অভিনন্দন দিতে তাই সবার আগে কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললেন। মাশরাফি লিখেছেন, ‘সাইফউদ্দিন প্রমাণ করেছে সাদা বলের বোলিং ধারালো অনেকটা। আফিফের ভয়ডরহীন মনোভাব, সোহান প্রাণবন্ত। মোস্তাফিজ আবার দুঃস্বপ্ন সবার কাছে, রিয়াদের দারুণ পরিকল্পনা।’ 

মাশরাফি অভিনন্দন জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকেই, ‘পুরো দলকে অভিনন্দন।’ এই সিরিজে অস্ট্রেলিয়ানদের অদ্ভুত সব শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। অস্ট্রেলিয়ানদের একটু টিপ্পনী কেটেই মাশরাফি লিখেছেন, ‘শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা প্রশ্ন, পরের সিরিজে আপনারা কি ম্যাচের পর হাত মেলাবেন না কি এ রকমই থাকবে? এ রকম থাকলে অনেক ভালো লাগবে। কারণ, তাহলে সবার সাথেই এক রকম আচরণ হবে।’

মহামারিতে বাংলাদেশ সফরে আসা মাশরাফি অস্ট্রেলিয়ানদের ধন্যবাদও দিয়েছেন। আর ৪-১ ব্যবধানে সিরিজ হারা অস্ট্রেলীয়দের পরবর্তী সিরিজের জন্য জানিয়েছেন শুভকামনা, ‘অবশ্যই আপনাদের (অস্ট্রেলিয়ান) ধন্যবাদ প্রাপ্য। আপনারা এ কঠিন সময়ে খেলতে এসেছেন। আমাদের বিনোদন দিয়েছেন। পরের সিরিজের জন্য আপনাদের শুভকামনা জানাই।’ 

মাশরাফি মিরপুরের কঠিন উইকেট নিয়েও লিখেছেন, ‘এরপর যারা যারা আইতাছ বাংলাদেশ সফরে, উইকেটের জন্য কয়েকটা তাবিজ লাগায় আইসো!’ শেষ বাক্যে মাশরাফি স্পষ্ট করে ক্রিকেট-বিশ্বকে বলতে চেয়েছেন বাংলাদেশ নামটা এবার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে, ‘বাংলাদেশ নামটা এখন পরিচিত।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত