সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশও ম্যাচ হেরেছিল ৩ উইকেটে। সমালোচিত হয়েছিল সাকিবের বোলিং। শেষ টি-টোয়েন্টিতে কী দুর্দান্তভাবে ফিরে জবাব দিলেন সাকিব।
বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেন আগে থেকেই জানতেন সাকিব এভাবেই ফিরে আসবেন। ম্যাচ শেষে মাশরাফি তাই ফেসবুকে লিখেছেন, ‘সাকিব এ রকমই। ৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে।’ মাশরাফি পুরো সিরিজের ওপরেই চোখ রেখেছিলেন। দলকে অভিনন্দন দিতে তাই সবার আগে কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললেন। মাশরাফি লিখেছেন, ‘সাইফউদ্দিন প্রমাণ করেছে সাদা বলের বোলিং ধারালো অনেকটা। আফিফের ভয়ডরহীন মনোভাব, সোহান প্রাণবন্ত। মোস্তাফিজ আবার দুঃস্বপ্ন সবার কাছে, রিয়াদের দারুণ পরিকল্পনা।’
মাশরাফি অভিনন্দন জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকেই, ‘পুরো দলকে অভিনন্দন।’ এই সিরিজে অস্ট্রেলিয়ানদের অদ্ভুত সব শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। অস্ট্রেলিয়ানদের একটু টিপ্পনী কেটেই মাশরাফি লিখেছেন, ‘শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা প্রশ্ন, পরের সিরিজে আপনারা কি ম্যাচের পর হাত মেলাবেন না কি এ রকমই থাকবে? এ রকম থাকলে অনেক ভালো লাগবে। কারণ, তাহলে সবার সাথেই এক রকম আচরণ হবে।’
মহামারিতে বাংলাদেশ সফরে আসা মাশরাফি অস্ট্রেলিয়ানদের ধন্যবাদও দিয়েছেন। আর ৪-১ ব্যবধানে সিরিজ হারা অস্ট্রেলীয়দের পরবর্তী সিরিজের জন্য জানিয়েছেন শুভকামনা, ‘অবশ্যই আপনাদের (অস্ট্রেলিয়ান) ধন্যবাদ প্রাপ্য। আপনারা এ কঠিন সময়ে খেলতে এসেছেন। আমাদের বিনোদন দিয়েছেন। পরের সিরিজের জন্য আপনাদের শুভকামনা জানাই।’
মাশরাফি মিরপুরের কঠিন উইকেট নিয়েও লিখেছেন, ‘এরপর যারা যারা আইতাছ বাংলাদেশ সফরে, উইকেটের জন্য কয়েকটা তাবিজ লাগায় আইসো!’ শেষ বাক্যে মাশরাফি স্পষ্ট করে ক্রিকেট-বিশ্বকে বলতে চেয়েছেন বাংলাদেশ নামটা এবার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে, ‘বাংলাদেশ নামটা এখন পরিচিত।’
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশও ম্যাচ হেরেছিল ৩ উইকেটে। সমালোচিত হয়েছিল সাকিবের বোলিং। শেষ টি-টোয়েন্টিতে কী দুর্দান্তভাবে ফিরে জবাব দিলেন সাকিব।
বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেন আগে থেকেই জানতেন সাকিব এভাবেই ফিরে আসবেন। ম্যাচ শেষে মাশরাফি তাই ফেসবুকে লিখেছেন, ‘সাকিব এ রকমই। ৩০-এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে।’ মাশরাফি পুরো সিরিজের ওপরেই চোখ রেখেছিলেন। দলকে অভিনন্দন দিতে তাই সবার আগে কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বললেন। মাশরাফি লিখেছেন, ‘সাইফউদ্দিন প্রমাণ করেছে সাদা বলের বোলিং ধারালো অনেকটা। আফিফের ভয়ডরহীন মনোভাব, সোহান প্রাণবন্ত। মোস্তাফিজ আবার দুঃস্বপ্ন সবার কাছে, রিয়াদের দারুণ পরিকল্পনা।’
মাশরাফি অভিনন্দন জানিয়েছেন পুরো বাংলাদেশ দলকেই, ‘পুরো দলকে অভিনন্দন।’ এই সিরিজে অস্ট্রেলিয়ানদের অদ্ভুত সব শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি। অস্ট্রেলিয়ানদের একটু টিপ্পনী কেটেই মাশরাফি লিখেছেন, ‘শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে একটা প্রশ্ন, পরের সিরিজে আপনারা কি ম্যাচের পর হাত মেলাবেন না কি এ রকমই থাকবে? এ রকম থাকলে অনেক ভালো লাগবে। কারণ, তাহলে সবার সাথেই এক রকম আচরণ হবে।’
মহামারিতে বাংলাদেশ সফরে আসা মাশরাফি অস্ট্রেলিয়ানদের ধন্যবাদও দিয়েছেন। আর ৪-১ ব্যবধানে সিরিজ হারা অস্ট্রেলীয়দের পরবর্তী সিরিজের জন্য জানিয়েছেন শুভকামনা, ‘অবশ্যই আপনাদের (অস্ট্রেলিয়ান) ধন্যবাদ প্রাপ্য। আপনারা এ কঠিন সময়ে খেলতে এসেছেন। আমাদের বিনোদন দিয়েছেন। পরের সিরিজের জন্য আপনাদের শুভকামনা জানাই।’
মাশরাফি মিরপুরের কঠিন উইকেট নিয়েও লিখেছেন, ‘এরপর যারা যারা আইতাছ বাংলাদেশ সফরে, উইকেটের জন্য কয়েকটা তাবিজ লাগায় আইসো!’ শেষ বাক্যে মাশরাফি স্পষ্ট করে ক্রিকেট-বিশ্বকে বলতে চেয়েছেন বাংলাদেশ নামটা এবার গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে, ‘বাংলাদেশ নামটা এখন পরিচিত।’
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে