Ajker Patrika

ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন না করার অনুরোধ তামিমের

আপডেট : ২১ মে ২০২১, ১৮: ৫৭
ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন না করার অনুরোধ তামিমের

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের আবির্ভাব আক্রমণাত্মক ব্যাটিং দিয়েই। ইনিংসের শুরু থেকে স্ট্রোক খেলার দক্ষতাই আসলে তাঁকে অন্যভাবে চিনিয়েছে। সময়ের সঙ্গে খেলার ধরন বদলেছেন বাঁহাতি ওপেনার। শুরুতে ঝুঁকি নিতে চান না, এগোতে চান ধীরলয়ে। হাত খুলে মারতে চান থিতু হয়ে। অন্য প্রান্তের ব্যাটসম্যানদের ওপরই তখন বর্তায় দলের রানের চাকা সচল রাখার দায়িত্ব।

তামিমের বর্তমান খেলার ধরন নিয়ে প্রশ্নটা এখন নিয়মিতই উঠছে। দুয়ারে যখন শ্রীলঙ্কা সিরিজ, প্রশ্নটা আরও একবার উঠেছে। খেলার ধরন নিয়ে বারবার প্রশ্ন ওঠায় বাংলাদেশ অধিনায়ক বোধ হয় বিরক্তই! অবশ্য এই সময়ে সাদা বলের ক্রিকেটে ওপেনাররা যখন আক্রমণাত্মক ব্যাটিংয়ে জোর দিচ্ছেন, এখানে তামিমের ভাবনা একটু ভিন্ন। তাঁর মতে, তিনি যেভাবে খেলেন সেটিই দলের বেশি কাজে আসছে। যেটি কাজে আসছে, সেটি আর বদলাতে চান না বাংলাদেশ ওপেনার।

২৩মে প্রথম ওয়ানডে। আজ সিরিজপূর্ব এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে যখন তামিমের ব্যাটিং নিয়ে প্রশ্নটা উঠল, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ (ধরন) নিয়ে অনেকবারই কথা বলেছি। তবু এটা থামে না।’ ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন না করার অনুরোধ জানান তামিম।

তামিম ইনিংসের শুরু থেকেই যে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন না, তা কিন্তু নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেই বাঁহাতি ওপেনার শুরু থেকেই এগিয়েছেন আক্রমণাত্মক মেজাজে। লাল বলের ক্রিকেটে যেটি সম্ভব, সাদা বলের ক্রিকেট কেন নয়? তামিমের উত্তর, ‘ওয়ানডেতে এভাবে খেলেই আমি সফল হয়েছি। গত চার-পাঁচ বছরে যেভাবে ব্যাটিং করেছি, শ্রীলঙ্কার বিপক্ষেও (ওয়ানডে সিরিজে) এই ব্যাটিংটাই করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত