Ajker Patrika

মোস্তাফিজদের মাঠেই আইপিএল ফাইনাল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৫: ২৮
Thumbnail image

প্রথমে ২০২৪ আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়। এবার জানা গেল পূর্ণ সূচিও। ফাইনাল হবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আজ এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ আইপিএলের কোনো ম্যাচ বিদেশে হচ্ছে না। ৭৪ ম্যাচের সবই হবে ভারতে। টুর্নামেন্টের প্লে অফের ম্যাচগুলো হবে আহমেদাবাদ ও চেন্নাইয়ে। ২১ ও ২২ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। এরপর ২৪ ও ২৬ মে চেন্নাইতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ। 

২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আংশিক সূচিতে ছিল ২১ ম্যাচ। যেখানে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় মোস্তাফিজুর রহমানের চেন্নাই ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আরসিবির বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে মোস্তাফিজ হয়েছেন ম্যাচসেরা। ৮ এপ্রিল টুর্নামেন্টের ২২ তম ম্যাচেও খেলবে চেন্নাই। চিপকে এই ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্স। 

সূচি অনুযায়ী ধর্মশালা, গুয়াহাটিতেও হবে দুটি করে ম্যাচ। ধর্মশালা হচ্ছে পাঞ্জাব কিংসের সেকেন্ড ভেন্যু। পাঞ্জাব ঘরের মাঠে খেলবে এমন দুটি ম্যাচ হবে ধর্মশালায়। যার মধ্যে ৫ মে পাঞ্জাব-চেন্নাই ম্যাচটি বিকেলের ম্যাচ।

চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন চিদম্বরম স্টেডিয়ামে। এ মাঠেই হবে আইপিএল ফাইনাল। ছবি: চেন্নাই সুপার কিংস৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে খেলবে পাঞ্জাব ও ম্যাচটি হবে রাতে। রাজস্থান রয়্যালসের সেকেন্ড ভেন্যু হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটিতে ১৫ মে মুখোমুখি হবে রাজস্থান ও পাঞ্জাব। ১৯ মে রাজস্থানের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এই রাজস্থান-কলকাতা ম্যাচটিই লিগ পর্যায়ের শেষ ম্যাচ। একদিন বিরতিতে ২১ মে শুরু হবে প্লে অফ পর্ব। 

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্যায়ের ম্যাচ হবে—এমন গুঞ্জন যখন চাউর হয়, ক্রিকবাজই তখন জানায় যে ২০২৪ আইপিএল পুরোপুরি ভারতেই হবে। ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ সেই সম্ভাবনা (ভারতের বাইরে আইপিএল) প্রত্যাখ্যান করেছিলেন। বিসিসিআইয়ের জন্য নিরাপত্তাজনিত ব্যাপার নিয়েও চিন্তা ছিল। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় হবে ভোট ও ৪ জুন হবে ভোট গণনা। নির্বাচনের তারিখের সঙ্গে যেন সাংঘর্ষিক না হয়, বিসিসিআই সেভাবেই হোম ও অ্যাওয়ের ভিত্তিতে সূচি ঘোষণা করে। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত