সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট।
মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’
সিরিজ শুরুর আগে নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলে বাংলাদেশকে সতর্কবাতা দিয়েছিল ইংল্যান্ড। এখন সিরিজ শেষে তারাই জানাচ্ছে, বাংলাদেশের কাছে হওয়া ধবলধোলাই তাদের চোখ খুলে দিয়েছে। গতকাল বাংলাওয়াশ নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন ম্যাথিউ মট।
বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলে ৮ উইকেটের জয় পেয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু সিরিজে ধবলধোলাই হওয়ার পর জয়-পরাজয়ের পরিসংখ্যানে তো পিছিয়ে গিয়েছেই, বড় এক ধাক্কাও খেয়েছে তারা। ধাক্কাটা যে প্রচণ্ড আঘাত দিয়েছে, তা স্বীকার করেছেন ইংল্যান্ডের কোচ মট।
মট বলেছেন, ‘৩-০ ব্যবধানের হারটা বেদনাদায়ক। আমরা ঘরের মাঠে শক্তিশালী এক দলের বিপক্ষে খেলেছি। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। তবে কোনো এক কারণে আজ (গতকাল) আমাদের ক্যাচিং ও মাঠের ফিল্ডিং বাজে হয়েছে।’
এ বছর ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করেনি ইংল্যান্ড। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে লিয়াম লিভিংস্টোন ও স্যাম বিলিংসরা বাংলাদেশ সফরে আসেননি। এতে করে দলের ভারসাম্য নিয়ে সমালোচনা উঠেছে। তবে নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন মট। একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের সাদা বলের কোচ মট বলেছেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম যে, অফ ফর্মের ব্যাটারদের চাপের মধ্যে খেলানো ভালো হবে। আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হয় এবং ভবিষ্যতে শিক্ষা নিয়ে সেগুলোকে কাজে লাগাতে চাই। আমি আত্মবিশ্বাসী যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজ জেতায় গর্বিত বলে জানিয়েছেন মট। তিনি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ জেতায় আমরা সত্যি খুবই গর্বিত। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। তবে আজ (গতকাল) আমরা যেভাবে সফর শেষ করেছি, তা কিছুদিনের জন্য তিক্ততার স্বাদই দেবে।’
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
১ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৪ ঘণ্টা আগে