Ajker Patrika

কিউইদের ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯: ৪২
কিউইদের ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে অতিথিদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর। টানা দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ধবলধোলাই এড়িয়ে স্বস্তির জয়ের খোঁজে মাঠে নামেন নাজমুল হোসেন শান্তরা।

আগের দুই ওয়ানডে বিবেচনায় ম্যাকলিন পার্কে রীতিমতো অবিশ্বাস্য বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। সফরকারীদের পেস বোলিং আক্রমণের  সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৩১.৪ ওভারে থেমে যান তাঁদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়ং আর অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ২১ রান।

নতুন বলে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে তানজিম হাসান সাকিব দারুণ শুরু এনে দেন বাংলাদেশ দলকে। পরে শরীফুল ইসলাম দ্বিতীয় স্পেলে ফিরে টানা ৩ ওভারে নেন ৩ উইকেট। ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন।

সেখান থেকে সৌম্য সরকার নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে তুলে নেন ৩ উইকেট। সৌম্য-শরীফুলদের দিনে মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ থাকলেও  শেষ উইকেট উইলিয়াম রুর্কিকে ফিরিয়ে তিনিও। সৌম্য, শরীফুল ও সাকিব নিয়েছেন ৩টি করে উইকেট।

বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল মিরপুরে ১৬২ রান। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি তাদের শতরানের আগে গুটিয়ে যাওয়ার নবম ঘটনা। গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল, এবার প্রথমবারের মতো ওয়ানডে জয়ের সুযোগ তাদের সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত