নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছেলেদের জাতীয় দল সেই কবে থেকেই ব্যস্ত। কার্যক্রম শুরু হয়েছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শিগগির শুরু হবে ‘এ’ দল ও ‘বাংলাদেশ টাইগার্সে’র প্রোগ্রাম। শুরু হয়েছে একটু আড়ালে থাকা বাংলাদেশ নারী দলের কার্যক্রমও।
মহামারি শুরুর পর গত দেড় বছর বেশির ভাগ সময়ই মাঠের বাইরে সময় কাটাতে হয়েছে নারী ক্রিকেটারদের। জাহানারা-সালমা অবশ্য গত বছর মেয়েদের আইপিএল খেলেছেন। কেউ কেউ মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে অনুশীলন করেছেন। তবে গত ৯ মাসে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিমরা যতটা ব্যস্ত, সে তুলনায় তেমন কিছুই করার সুযোগ হয়নি রুমানা-জাহানারাদের।
অবশেষে ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে এরই মধ্যে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছেন রুমানারা। সেই ক্যাম্প শুরুর পর রুমানা দুই দিন আগে ফেসবুকে লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত নতুন শুরুর।’
আগামী নভেম্বরে জিম্বাবুয়েতে হবে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে এই বাছাইপর্বের বাধা পেরোতে হবে সালমা-রুমানাদের। তৈরি হতে হাতে খুব একটা সময় নেই। বাছাইপর্বের সূচি চূড়ান্ত হতেই বিকেএসপিতে ২৬ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সালমা-জাহানারা-রুমানাদের। গত মার্চ-এপ্রিলে সিলেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রায় জাতীয় দলটাই খেলিয়েছিল বিসিবি। বিশ্বকাপের বাছাই সামনে থাকায় এবার মেয়েদের খেলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
বিকেএসপিতে মেয়েদের সঙ্গে পরে যোগ দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মেয়েদের দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া চারটি দল একটা টুর্নামেন্ট খেলবে। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দু-তিনটি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আমাদের হাতে সময় খুব বেশি নেই (বিশ্বকাপ বাছাইয়ের)। অনুশীলন ক্যাম্পের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলকে যোগ করে চার দলের একটি টুর্নামেন্ট করব বিকেএসপিতে।’
বিশ্বকাপ বাছাইপর্বের আগে আন্তর্জাতিক সিরিজ খেলার সম্ভাবনা থাকলেও ঘরোয়া ক্রিকেট আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে বাছাইপর্ব শুরুর এক মাস আগে জিম্বাবুয়েতে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ নারী দলের। নাদেল বলেছেন, ‘বাছাইপর্ব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। এক মাস আগেই জিম্বাবুয়েতে জাতীয় দল পাঠানোর পরিকল্পনা করছি, যেন তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে চূড়ান্ত কথাও হয়েছে আমাদের।’
বিকেএসপির ক্যাম্পের শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেছেন নারী দলের ক্রিকেটারা। বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘ফিটনেসের পর ধীরে ধীরে স্কিল ট্রেনিং শুরু করব। ফিটনেস ট্রেনিংটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ট্রেনার আছেন। আশা করি ভালো করতে পারব।’
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে বেশ আশাবাদী রুমানা। বলছেন, ‘আমাদের লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করা। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। অবশ্য ওখানকার উইকেট-কন্ডিশন নিয়ে আমাদের কোনো ধারণা নেই, আগে যাইনি। আমরা এটা জেনেই নিজেদের ভালোভাবে প্রস্তুত করছি।’
খেলোয়াড়দের ভালো প্রস্তুতির আশা থাকলেও এখনো নারী দলের কোচই যে চূড়ান্ত করতে পারেনি বিসিবি। গত বছরের মার্চ থেকেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচের জায়গাটা শূন্য হয়ে আছে।
ছেলেদের জাতীয় দল সেই কবে থেকেই ব্যস্ত। কার্যক্রম শুরু হয়েছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শিগগির শুরু হবে ‘এ’ দল ও ‘বাংলাদেশ টাইগার্সে’র প্রোগ্রাম। শুরু হয়েছে একটু আড়ালে থাকা বাংলাদেশ নারী দলের কার্যক্রমও।
মহামারি শুরুর পর গত দেড় বছর বেশির ভাগ সময়ই মাঠের বাইরে সময় কাটাতে হয়েছে নারী ক্রিকেটারদের। জাহানারা-সালমা অবশ্য গত বছর মেয়েদের আইপিএল খেলেছেন। কেউ কেউ মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে অনুশীলন করেছেন। তবে গত ৯ মাসে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিমরা যতটা ব্যস্ত, সে তুলনায় তেমন কিছুই করার সুযোগ হয়নি রুমানা-জাহানারাদের।
অবশেষে ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে এরই মধ্যে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছেন রুমানারা। সেই ক্যাম্প শুরুর পর রুমানা দুই দিন আগে ফেসবুকে লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত নতুন শুরুর।’
আগামী নভেম্বরে জিম্বাবুয়েতে হবে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে এই বাছাইপর্বের বাধা পেরোতে হবে সালমা-রুমানাদের। তৈরি হতে হাতে খুব একটা সময় নেই। বাছাইপর্বের সূচি চূড়ান্ত হতেই বিকেএসপিতে ২৬ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সালমা-জাহানারা-রুমানাদের। গত মার্চ-এপ্রিলে সিলেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রায় জাতীয় দলটাই খেলিয়েছিল বিসিবি। বিশ্বকাপের বাছাই সামনে থাকায় এবার মেয়েদের খেলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
বিকেএসপিতে মেয়েদের সঙ্গে পরে যোগ দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মেয়েদের দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া চারটি দল একটা টুর্নামেন্ট খেলবে। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দু-তিনটি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আমাদের হাতে সময় খুব বেশি নেই (বিশ্বকাপ বাছাইয়ের)। অনুশীলন ক্যাম্পের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলকে যোগ করে চার দলের একটি টুর্নামেন্ট করব বিকেএসপিতে।’
বিশ্বকাপ বাছাইপর্বের আগে আন্তর্জাতিক সিরিজ খেলার সম্ভাবনা থাকলেও ঘরোয়া ক্রিকেট আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে বাছাইপর্ব শুরুর এক মাস আগে জিম্বাবুয়েতে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ নারী দলের। নাদেল বলেছেন, ‘বাছাইপর্ব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। এক মাস আগেই জিম্বাবুয়েতে জাতীয় দল পাঠানোর পরিকল্পনা করছি, যেন তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে চূড়ান্ত কথাও হয়েছে আমাদের।’
বিকেএসপির ক্যাম্পের শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেছেন নারী দলের ক্রিকেটারা। বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘ফিটনেসের পর ধীরে ধীরে স্কিল ট্রেনিং শুরু করব। ফিটনেস ট্রেনিংটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ট্রেনার আছেন। আশা করি ভালো করতে পারব।’
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে বেশ আশাবাদী রুমানা। বলছেন, ‘আমাদের লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করা। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। অবশ্য ওখানকার উইকেট-কন্ডিশন নিয়ে আমাদের কোনো ধারণা নেই, আগে যাইনি। আমরা এটা জেনেই নিজেদের ভালোভাবে প্রস্তুত করছি।’
খেলোয়াড়দের ভালো প্রস্তুতির আশা থাকলেও এখনো নারী দলের কোচই যে চূড়ান্ত করতে পারেনি বিসিবি। গত বছরের মার্চ থেকেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচের জায়গাটা শূন্য হয়ে আছে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে