অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গণমাধ্যমের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন ফারুক। শান্ত যদি ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? এই প্রসঙ্গে সাংবাদিকদের বিসিবি সভাপতি নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘মিরাজ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে করেছে অধিনায়কত্ব। ক্লাব পর্যায়ে করে কি না জানা নেই। বিপিএলেও করেছে। তাসকিনের নাম এসেছে। বোর্ড থেকে যেটা করা উচিত, একজন অধিনায়ককে ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে না করে আগে তার সক্ষমতা জেনে গেলে ভালো। এ সময় যদি মনে হয় ভালো, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির পর ২-৩ বছরের মেয়াদে করা যেতে পারে।’
চট্টগ্রামে পৌঁছেই শান্তর সঙ্গে নেতৃত্বের ব্যাপারে আলাপ-আলোচনা করবেন বলে জানিয়েছিলেন ফারুক। বিসিবি সভাপতি যদিও এখনো শান্তর সঙ্গে বসার সময় পাননি। কারণ চট্টগ্রামে এখন তৃতীয় দিনের খেলা চলছে। শান্তর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘শান্তকে ফোনে বোঝানোর চেষ্টা করেছি। সে যখন টি-টোয়েন্টিতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা বলছিল,.. খেলোয়াড়ের মাথায় কী ঘোরে, সেটা বোঝা কঠিন।’
বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌঁড়ে মিরাজ কেন এগিয়ে? এই প্রসঙ্গে ফারুক ২০১৬ সালে মিরাজের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন, ‘যদি বলেন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে, তাদের মধ্যে মিরাজ অন্যতম। আপনি বলবেন কেন? কারণ সে প্রায় সব সংস্করণই খেলে। দুই সংস্করণ তো নিশ্চিতভাবেই খেলে। সে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে। অনেক দিন আগের ঘটনা হলেও আপনাদের সেটা জানা। সেরা পারফরমার ছিল সে। আমরা একজনকে অধিনায়ক কীভাবে বানাই? একটা হলো সে সহজাতভাবে নেতৃত্ব দিতে পারে। আরেকজন করতে করতে শেখে।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গণমাধ্যমের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন ফারুক। শান্ত যদি ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? এই প্রসঙ্গে সাংবাদিকদের বিসিবি সভাপতি নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘মিরাজ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে করেছে অধিনায়কত্ব। ক্লাব পর্যায়ে করে কি না জানা নেই। বিপিএলেও করেছে। তাসকিনের নাম এসেছে। বোর্ড থেকে যেটা করা উচিত, একজন অধিনায়ককে ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে না করে আগে তার সক্ষমতা জেনে গেলে ভালো। এ সময় যদি মনে হয় ভালো, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির পর ২-৩ বছরের মেয়াদে করা যেতে পারে।’
চট্টগ্রামে পৌঁছেই শান্তর সঙ্গে নেতৃত্বের ব্যাপারে আলাপ-আলোচনা করবেন বলে জানিয়েছিলেন ফারুক। বিসিবি সভাপতি যদিও এখনো শান্তর সঙ্গে বসার সময় পাননি। কারণ চট্টগ্রামে এখন তৃতীয় দিনের খেলা চলছে। শান্তর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘শান্তকে ফোনে বোঝানোর চেষ্টা করেছি। সে যখন টি-টোয়েন্টিতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা বলছিল,.. খেলোয়াড়ের মাথায় কী ঘোরে, সেটা বোঝা কঠিন।’
বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌঁড়ে মিরাজ কেন এগিয়ে? এই প্রসঙ্গে ফারুক ২০১৬ সালে মিরাজের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন, ‘যদি বলেন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে, তাদের মধ্যে মিরাজ অন্যতম। আপনি বলবেন কেন? কারণ সে প্রায় সব সংস্করণই খেলে। দুই সংস্করণ তো নিশ্চিতভাবেই খেলে। সে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে। অনেক দিন আগের ঘটনা হলেও আপনাদের সেটা জানা। সেরা পারফরমার ছিল সে। আমরা একজনকে অধিনায়ক কীভাবে বানাই? একটা হলো সে সহজাতভাবে নেতৃত্ব দিতে পারে। আরেকজন করতে করতে শেখে।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে