Ajker Patrika

ম্যাথুসকে বোল্ড করলেন সাকিব, আবারও শান্তর ভুল রিভিউ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০: ১৫
ম্যাথুসকে বোল্ড করলেন সাকিব, আবারও শান্তর ভুল রিভিউ

দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন সাকিব আল হাসান। ফেরালেন জীবন পেয়ে দেয়াল হয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে। স্লিপে শাহাদাত হোসেন দিপু ক্যাচ না ছাড়লে গতকালই সাজঘরে থাকতেন লঙ্কান অলরাউন্ডার। 

আজও দিনের শুরুতে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ম্যাথুস। কিন্তু সেখানে ছিলেন না কোনো ফিল্ডার। দুই জীবন পেয়ে ম্যাথুস তুলে নেন ফিফটি। তবে এরপর বেশি দূর এগোতে পারেননি। ৫৬ রান করে বোল্ড হলেন সাকিবের চমৎকার এক ডেলিভারিতে। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব ‘টাইমড আউট’ করে ফিরিয়েছিলেন ম্যাথুসকে। এবার বোল্ড করে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে করেছে ১৪৯ রান। লিড নিয়েছে ৫০২ রান। লঙ্কানরা ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শুরু করে ৬ উইকেটে ১০২ রান নিয়ে। আগের দিন ম্যাথুস ৩৯ ও প্রবাত জয়াসুরিয়া ৩ রানে দিন পার করেছিলেন। প্রবাত ব্যাট করছেন ২৭ রান নিয়ে। তাঁকে সঙ্গ দিচ্ছেন বিশ্ব ফার্নান্দো (৬)। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৫৩১ আর বাংলাদেশ গুটিয়ে যায় ১৭৮ রানে।

সাকিব এনে দিলেন ব্রেকথ্রু। ছবি: এএফপিচট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর রিভিউ নেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। অনেক দোলাচলের পর যে রিভিউ নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, সেটি বিস্মিত করেছে সবাইকে। স্পষ্ট বোঝা যাচ্ছিল বল সরাসরি প্যাডে নয়, ব্যাটে ঠেকিয়েছেন প্রতিপক্ষের ব্যাটার। 

আজ আবারও শেষ মুহূর্তে এসে তাইজুলের বল বিশ্ব ফার্নান্দোর প্যাডে এসে লাগলে শান্ত যে রিভিউ নিলেন, সেটি বৃথা গেছে। টিভি আম্পায়ার বল ট্র্যাকিং করে দেখালেন, বলটি লেগ স্টাম্প মিস হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত