নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকাল থেকে আকাশ ছিল মেঘলা। মিরপুরসহ আশপাশের এলাকায় গুমোট পরিবেশের সঙ্গে শুরু হয় দিন। দুপুর গড়াতেই নামল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিনের শুরুতে গতকালের মতো আজ সাকিব আল হাসান বিরোধীদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে দুপুরের পর বৃষ্টি উপেক্ষা করে সাকিব ভক্তরা অবস্থান নেয় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। এ সময় তারা ব্যানার হাতে ‘সাকিব, সাকিব’ নামে স্লোগান দিতে থাকে।
গতকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব বিরোধীদের কর্মসূচি লক্ষ্য করা গিয়েছিল। এসবের কারণে আজ নিরাপত্তা আরও জোরালো করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, আজ কোনো শিথিলতা থাকবে না এবং পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
নৌবাহিনীর একজন কমান্ডো সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিরপুর টেস্ট সিরিজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হবে। গতকাল ছাত্র প্রতিনিধিদের কিছু অংশ স্টেডিয়ামের প্রবেশ গেটে সাকিব বিরোধী সমাবেশ করেছে, কিন্তু আজ থেকে টেস্ট ম্যাচ চলা পর্যন্ত অনুমতি ছাড়া কোনো সমাবেশের সুযোগ থাকবে না। পুরো এলাকা ভিভিআইপি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।’
গত রাতে সাকিব বিরোধী এবং সমর্থক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা আসে। আজ বেলা ২টা থেকে উভয় পক্ষের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়। অবশ্য দুপুর পর্যন্ত মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ছাত্রদের কোনো কার্যক্রম চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকেন সাকিব ভক্তরা। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যা স্টেডিয়ামের আশপাশে চলমান নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
সাকিব ভক্তদের জমায়েতের সামনেই একটি গাড়ি বেরিয়ে যায়। অনেকে মনে করছেন, এটি দক্ষিণ আফ্রিকা দলের গাড়ি। সফরে এসে মিরপুরে অনুশীলনের সময় প্রোটিয়ারাও দুই দিন ধরে দেখল সাকিব বিরোধী ও সাকিব ভক্তদের পাল্টাপাল্টি কর্মসূচি।
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই টেস্টকে বিদায় জানানোর কথা সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়ে সেই ইচ্ছে পূরণের পথে ছিলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে নিরাপত্তা ইস্যুতে দুবাইয়ে থেমে যেতে হয়েছে সাকিবকে। তাঁকে বাদ দিয়েই নতুনভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
সকাল থেকে আকাশ ছিল মেঘলা। মিরপুরসহ আশপাশের এলাকায় গুমোট পরিবেশের সঙ্গে শুরু হয় দিন। দুপুর গড়াতেই নামল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিনের শুরুতে গতকালের মতো আজ সাকিব আল হাসান বিরোধীদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে দুপুরের পর বৃষ্টি উপেক্ষা করে সাকিব ভক্তরা অবস্থান নেয় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। এ সময় তারা ব্যানার হাতে ‘সাকিব, সাকিব’ নামে স্লোগান দিতে থাকে।
গতকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব বিরোধীদের কর্মসূচি লক্ষ্য করা গিয়েছিল। এসবের কারণে আজ নিরাপত্তা আরও জোরালো করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, আজ কোনো শিথিলতা থাকবে না এবং পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
নৌবাহিনীর একজন কমান্ডো সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিরপুর টেস্ট সিরিজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হবে। গতকাল ছাত্র প্রতিনিধিদের কিছু অংশ স্টেডিয়ামের প্রবেশ গেটে সাকিব বিরোধী সমাবেশ করেছে, কিন্তু আজ থেকে টেস্ট ম্যাচ চলা পর্যন্ত অনুমতি ছাড়া কোনো সমাবেশের সুযোগ থাকবে না। পুরো এলাকা ভিভিআইপি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।’
গত রাতে সাকিব বিরোধী এবং সমর্থক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা আসে। আজ বেলা ২টা থেকে উভয় পক্ষের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়। অবশ্য দুপুর পর্যন্ত মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ছাত্রদের কোনো কার্যক্রম চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকেন সাকিব ভক্তরা। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যা স্টেডিয়ামের আশপাশে চলমান নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
সাকিব ভক্তদের জমায়েতের সামনেই একটি গাড়ি বেরিয়ে যায়। অনেকে মনে করছেন, এটি দক্ষিণ আফ্রিকা দলের গাড়ি। সফরে এসে মিরপুরে অনুশীলনের সময় প্রোটিয়ারাও দুই দিন ধরে দেখল সাকিব বিরোধী ও সাকিব ভক্তদের পাল্টাপাল্টি কর্মসূচি।
ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই টেস্টকে বিদায় জানানোর কথা সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়ে সেই ইচ্ছে পূরণের পথে ছিলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে নিরাপত্তা ইস্যুতে দুবাইয়ে থেমে যেতে হয়েছে সাকিবকে। তাঁকে বাদ দিয়েই নতুনভাবে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
১ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৪ ঘণ্টা আগে