Ajker Patrika

জয়ের ক্ষুধা নিয়ে জয়রা যাচ্ছেন অস্ট্রেলিয়ায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২১: ০৯
জয়ের ক্ষুধা নিয়ে জয়রা যাচ্ছেন অস্ট্রেলিয়ায়

একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে অভিজ্ঞ সাদমান ইসলাম। সাদমান ছাড়া এই দলে কারও বয়স ২৫ পেরোয়নি। তাঁরাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। লম্বা সময়ের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে প্রায় দেড় মাসের অনুশীলন ক্যাম্প দিয়ে। বিসিবির পরিচর্যায় দেশের প্রস্তুতি শেষে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল গতকাল গেছে অস্ট্রেলিয়া সফরে। 

১৫ সদস্যের লাল বলের দলের ক্রিকেটাররা এবারই প্রথম অস্ট্রেলিয়া গেলেন। অচেনা কন্ডিশনে মানিয়ে নেওয়া, পাকিস্তান-অস্ট্রেলিয়ার আগামী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও অর্জন হবে তাঁদের। এই সফর তাই বেশ গুরুত্ব পাচ্ছে ৪ দিনের সিরিজের অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের কাছে।

আইসিসি ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। সেই সিরিজের ভালো প্রস্তুতি হবে বললেন জয়। গতকাল রওনা দেওয়ার আগে বললেন, ‘এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ, অস্ট্রেলিয়া যাচ্ছি। এই দলটার কারও অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। ২০২৭ সালেও এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ আছে, ওটা লক্ষ্য রেখে খুব ভালো একটা প্রস্তুতি হবে এই সফরে।’ 

ডারউইন আগামী ১৯ জুলাই এইচপি ও পাকিস্তান ‘এ’ দলের ৪ দিনের প্রথম ম্যাচ এবং ২৬ জুলাই শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এ সিরিজে হারজিত নিয়ে কোচরা চিন্তা না করলেও খেলোয়াড়দের মধ্যে কাজ করছে জয়ের ক্ষুধা। জয় বললেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একজন অধিনায়ক হিসেবে দলের যে কম্বিনেশন আছে, সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের। ছোটবেলা থেকে একসঙ্গে আছি, অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে, জাতীয় দলের কয়েকজন আছে, ওই হিসেব করলে আমাদের সমন্বয় খুব ভালো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত