লিওনেল মেসির সময়টা বড্ড খারাপ যাচ্ছে। পরশু ভোরে মারকানায় বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সাক্ষী হয়েছেন ভয়ংকর পরিস্থিতির। এর আগেই তাঁর এক আত্মীয় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন।
আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর এক আত্মীয় মঙ্গলবার সকালে ব্যাংকে টাকা-পয়সা জমা রাখতে যাচ্ছিলেন। অগাস্তিনা স্কালিয়া নামে রোকুজ্জোর কাজিন তাঁদের পারিবারিক সুপারমার্কেট থেকে দুই সহকর্মীসহ ব্যাংকে যাচ্ছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, দুই বন্দুকধারী একটি গাড়ি থেকে নেমে অগাস্তিনার গাড়ির গতি রোধ করেন। এরপর গাড়ির এক জানালা ভেঙে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান। যেখানে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার সমমূল্যের অর্থকড়ি ছিল। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ লাখ ৮৩ হাজার টাকা। স্কালিয়ার এক সহকর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে গেল। সেখানে নিশ্চিতভাবেই একটা গাড়ি ছিল। আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি।’
যেভাবে টাকা-পয়সা ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন স্কালিয়া ও তাঁর সহকর্মীরা, তা তেমন একটা পরিচিত দৃশ্য নয়। স্কালিয়ার এক সহকর্মী বলেন, ‘এমনটা আমরা সব সময় করি না। ব্যাংকে টাকা রেখে ফিরে আসি।’ টাকা-পয়সা লুট হলেও কেউ আহত হননি বলে মেডিকেল স্টাফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। বন্দুকধারীদের গুলিতে স্কালিয়াদের গাড়ির কাচে একটা ক্ষত তৈরি হয়েছে। মরিসিও স্কালিয়া নামে রোকুজ্জোর এক আত্মীয় ইনস্টাগ্রামে ভয়াবহ ডাকাতির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মরিসিও ক্যাপশন দিয়েছেন, ‘এই সময়ে কতটা সতর্ক হয়ে থাকতে হয়। প্রতিদিনই কত অবিচার হয় এখানে। ভাগ্যিস তা অল্পের ওপর দিয়ে গেছে।’
লিওনেল মেসির সময়টা বড্ড খারাপ যাচ্ছে। পরশু ভোরে মারকানায় বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সাক্ষী হয়েছেন ভয়ংকর পরিস্থিতির। এর আগেই তাঁর এক আত্মীয় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন।
আর্জেন্টিনার রোজারিও শহরে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর এক আত্মীয় মঙ্গলবার সকালে ব্যাংকে টাকা-পয়সা জমা রাখতে যাচ্ছিলেন। অগাস্তিনা স্কালিয়া নামে রোকুজ্জোর কাজিন তাঁদের পারিবারিক সুপারমার্কেট থেকে দুই সহকর্মীসহ ব্যাংকে যাচ্ছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, দুই বন্দুকধারী একটি গাড়ি থেকে নেমে অগাস্তিনার গাড়ির গতি রোধ করেন। এরপর গাড়ির এক জানালা ভেঙে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যান। যেখানে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার সমমূল্যের অর্থকড়ি ছিল। বাংলাদেশি মুদ্রায় তা ২৪ লাখ ৮৩ হাজার টাকা। স্কালিয়ার এক সহকর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে গেল। সেখানে নিশ্চিতভাবেই একটা গাড়ি ছিল। আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি।’
যেভাবে টাকা-পয়সা ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন স্কালিয়া ও তাঁর সহকর্মীরা, তা তেমন একটা পরিচিত দৃশ্য নয়। স্কালিয়ার এক সহকর্মী বলেন, ‘এমনটা আমরা সব সময় করি না। ব্যাংকে টাকা রেখে ফিরে আসি।’ টাকা-পয়সা লুট হলেও কেউ আহত হননি বলে মেডিকেল স্টাফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। বন্দুকধারীদের গুলিতে স্কালিয়াদের গাড়ির কাচে একটা ক্ষত তৈরি হয়েছে। মরিসিও স্কালিয়া নামে রোকুজ্জোর এক আত্মীয় ইনস্টাগ্রামে ভয়াবহ ডাকাতির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মরিসিও ক্যাপশন দিয়েছেন, ‘এই সময়ে কতটা সতর্ক হয়ে থাকতে হয়। প্রতিদিনই কত অবিচার হয় এখানে। ভাগ্যিস তা অল্পের ওপর দিয়ে গেছে।’
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
২ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
৩ ঘণ্টা আগে