Ajker Patrika

সুন্দর সকালের পর বাংলাদেশের বিবর্ণ দুপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৫: ৪৩
সুন্দর সকালের পর বাংলাদেশের বিবর্ণ দুপুর

মাহমুদুল হাসান জয় সেকেন্ড স্লিপে ডাইভও দিয়েছিলেন, তবে ক্যাচটা তালুবন্দী করতে পারেননি। ক্যাচটা ধরলেই কামিন্দু মেন্ডিস গোল্ডেন ডাক মারতেন। ৫৭ রানে সেখানে পড়ত লঙ্কানদের ষষ্ঠ উইকেট। এই জীবন পাওয়ার পর সুযোগটা তিনি দারুণভাবে কাজে লাগাচ্ছেন। তাঁর সঙ্গী লঙ্কান দলপতি ধনাঞ্জয়া ডি সিলভাও দুর্দান্ত খেলছেন। 

কামিন্দু জীবন পেয়েছেন সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম সেশনে। ইনিংসের ১৭তম ওভারের তৃতীয় বলে ঘটে ক্যাচ ছাড়ার ঘটনা। শুধু তাই নয়, কামিন্দুর বিপক্ষে এলবিডব্লু করে রিভিউ খুইয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারের প্রথম বলে নাহিদ রানার বলে ফাইন লেগ দিয়ে গ্ল্যান্স করতে যান কামিন্দু। উইকেটরক্ষক লিটন দাস বল ধরেও জোরালো আবেদন করেননি। তবে নাহিদ রানার জোরাজুরিতে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হয়তো ভেবেছেন, গ্লাভস বা ব্যাটে বল স্পর্শ করে গেছে। তবে রিভিউতে দেখা যায়, বল ও ব্যাটের মাঝে অনেক ব্যবধান। বাংলাদেশের এই রিভিউ যখন নষ্ট হয়, তখন কামিন্দুর রান ২। এরপর প্রথম সেশন লঙ্কানরা শেষ করে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রানে। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে লঙ্কানরা যোগ করে আরও ১২৫ রান। লাঞ্চের পর সফরকারীরা ব্যাটিং করছে ৪.৬৩ রানরেট নিয়ে। 

লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা দুর্দান্ত ব্যাটিং করছেন। টেস্টের ১১ তম সেঞ্চুরির কাছেই আছেন তিনি। ছবি: ক্রিকইনফোলাঞ্চের পর দ্বিতীয় সেশন যখন শ্রীলঙ্কা খেলতে নামে, তখন শুরুটা করেছিল রয়েসয়ে। ২৫ ওভার শেষে লঙ্কানদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৩ রান। এরপর ২৬তম ওভারে যখন খালেদ আহমেদ বোলিংয়ে আসেন, সেই ওভার থেকে লঙ্কানরা নেয় ১৫ রান। তিনটি চার মারেন কামিন্দু। যে খালেদ প্রথম সেশনে লঙ্কানদের জুজু বনে যান, তার ওপরই চড়াও হন কামিন্দু। লঙ্কান বাহাতি ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিং দেখে ধনাঞ্জয়া হয়তো চিন্তা করেছেন যে তাঁকেও মারমুখী ব্যাটিং করতে হবে।২৯তম ওভারে তাইজুল ইসলামকে একটি করে চার ও ছক্কা মেরেছেন ডি সিলভা। 


আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুজনেই ফিফটি তুলে নেন দ্রুত।  ৩২তম ওভারের তৃতীয় বলে নাহিদ রানাকে পুল করে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন ডি সিলভা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলতে ৫২ বল লেগেছে তাঁর। একই ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন কামিন্দু। ফিফটি করতে তার লেগেছে ৫১ বল। এই ছক্কাতে ডি সিলভা-কামিন্দুর পঞ্চম উইকেটের জুটিতেও চলে আসে সেঞ্চুরি। একই ওভারের পঞ্চম বলে আরও একটি চার মারেন কামিন্দু।

২০২২ এর জুলাইয়ে অভিষেকের পর আজই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন কামিন্দু। ক্রিকেটের রাজকীয় সংস্করণে যে লম্বা সময় পর ফিরেছেন, সেটা বোঝাই যায়নি। ডি সিলভার সঙ্গে জুটি বেঁধে আক্রমণাত্মক ব্যাটিংয়ে  কামিন্দু বাংলাদেশের বোলারদের হতাশায় ফেলতে থাকেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশন শেষে লঙ্কানরা ব্যাটিং করেছে ৪৯ ওভার। সফরকারীদের স্কোর ৫ উইকেটে ২১৭ রান। কামিন্দু ৯৯ বলে ৭৫ রানে ব্যাটিং করছেন। ৯ চারের পাশাপাশি মেরেছেন ২ ছক্কা। ১০৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮৩ রানে অপরাজিত ডি সিলভা।

 

 

 

 

 

 

  

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত