বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ বন্ধুত্বপূর্ণ করে রাখতে মাহমুদউল্লাহ রিয়াদের যে জুড়ি মেলা ভার, তা কদিন আগে শোনা গেছে শেখ মেহেদী হাসান ও লিটন দাসের কথায়। মাহমুদউল্লাহর প্রশংসা এবার শরীফুল ইসলামের মুখেও।
বয়স, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সংখ্যা—দুটি দিক থেকেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এবার তিনি খেলতে যাচ্ছেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে শরীফুল এবার খেলতে যাচ্ছেন তৃতীয়বারের মতো। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর (শরীফুল) বয়সের ব্যবধান ১৫ বছর হলেও শরীফুলের কাছে তা মনেই হয় না। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি আজ প্রচার করেছে শরীফুলের সাক্ষাৎকার। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘সত্যি বলতে দলে আমরা খুব কমই সিনিয়র-জুনিয়র দেখি। সবাই মনে করি এটা একটা পরিবার। বন্ধুর মতো আচরণ সবার। রিয়াদ ভাই কিন্তু সবার সঙ্গে ভালো মেশেন। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড়। আমাদের সঙ্গে এমনভাবে মেশেন, মনেই হয় না যে তিনি ভিন্ন বয়সের। দলকে একেবারে চাঙা করে রাখেন। মনে হয় যে আমরা খুব ছোট থেকে একসঙ্গে খেলছি।’
বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বছর হয়েছেন ঠিকই। তবে এর আগেও শান্ত দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শান্তর অধীনে শরীফুলের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে বলে বোঝাপড়াটাও খুব দারুণ। বাংলাদেশের অধিনায়ক প্রসঙ্গে শরীফুল বলেন, ‘খুব ভালো। স্বাধীনতা দেয়। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই তাঁকে খুব পছন্দ করে। আমরা বোলাররা বিশেষ করে যদি কিছু করতে চাই বা তাঁকে বলি, তিনি সেটা গুরুত্ব সহকারে দেখেন। সব অধিনায়কই দেখেন। শান্ত ভাইও দেখেন। শান্ত ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলছি। সেক্ষেত্রে তাঁর আচরণ ভালো।’
সফলতা বা ব্যর্থতার সময় পরিবারই কোনো মানুষের সবচেয়ে বড় ভরসা করার জায়গা। পরিবারে থেকে অনেক সমর্থন পেয়ে থাকেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘পরিবার আমাকে অনেক সমর্থন করে। বিশেষ করে আমার স্ত্রী। খেলতে যাওয়ার আগে সব সময় কথা হয়। ইতিবাচক কথা হয়। সব মিলিয়ে ভালো লাগে আরকি। যদি দুই-একটা ওভার খারাপ হয়, তখন চিন্তা করি যে ভালো সময় আসবে। পরের ওভার ভালো করব এই চিন্তা আসে তখন।’
আরও পড়ুন:
বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ বন্ধুত্বপূর্ণ করে রাখতে মাহমুদউল্লাহ রিয়াদের যে জুড়ি মেলা ভার, তা কদিন আগে শোনা গেছে শেখ মেহেদী হাসান ও লিটন দাসের কথায়। মাহমুদউল্লাহর প্রশংসা এবার শরীফুল ইসলামের মুখেও।
বয়স, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সংখ্যা—দুটি দিক থেকেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এবার তিনি খেলতে যাচ্ছেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে শরীফুল এবার খেলতে যাচ্ছেন তৃতীয়বারের মতো। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর (শরীফুল) বয়সের ব্যবধান ১৫ বছর হলেও শরীফুলের কাছে তা মনেই হয় না। ‘সবুজ লালের গল্প’ নামে বিসিবি আজ প্রচার করেছে শরীফুলের সাক্ষাৎকার। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘সত্যি বলতে দলে আমরা খুব কমই সিনিয়র-জুনিয়র দেখি। সবাই মনে করি এটা একটা পরিবার। বন্ধুর মতো আচরণ সবার। রিয়াদ ভাই কিন্তু সবার সঙ্গে ভালো মেশেন। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড়। আমাদের সঙ্গে এমনভাবে মেশেন, মনেই হয় না যে তিনি ভিন্ন বয়সের। দলকে একেবারে চাঙা করে রাখেন। মনে হয় যে আমরা খুব ছোট থেকে একসঙ্গে খেলছি।’
বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বছর হয়েছেন ঠিকই। তবে এর আগেও শান্ত দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শান্তর অধীনে শরীফুলের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে বলে বোঝাপড়াটাও খুব দারুণ। বাংলাদেশের অধিনায়ক প্রসঙ্গে শরীফুল বলেন, ‘খুব ভালো। স্বাধীনতা দেয়। খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই তাঁকে খুব পছন্দ করে। আমরা বোলাররা বিশেষ করে যদি কিছু করতে চাই বা তাঁকে বলি, তিনি সেটা গুরুত্ব সহকারে দেখেন। সব অধিনায়কই দেখেন। শান্ত ভাইও দেখেন। শান্ত ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে খেলছি। সেক্ষেত্রে তাঁর আচরণ ভালো।’
সফলতা বা ব্যর্থতার সময় পরিবারই কোনো মানুষের সবচেয়ে বড় ভরসা করার জায়গা। পরিবারে থেকে অনেক সমর্থন পেয়ে থাকেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘পরিবার আমাকে অনেক সমর্থন করে। বিশেষ করে আমার স্ত্রী। খেলতে যাওয়ার আগে সব সময় কথা হয়। ইতিবাচক কথা হয়। সব মিলিয়ে ভালো লাগে আরকি। যদি দুই-একটা ওভার খারাপ হয়, তখন চিন্তা করি যে ভালো সময় আসবে। পরের ওভার ভালো করব এই চিন্তা আসে তখন।’
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৩ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে