Ajker Patrika

‘টাইমড আউট’ উদ্‌যাপন করে ‘বদলা’ কি নেবে লঙ্কানরা

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭: ৫৩
‘টাইমড আউট’ উদ্‌যাপন করে ‘বদলা’ কি নেবে লঙ্কানরা

শেষ হয়েও হলো না শেষ—বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখলে যে কারও এই কথা মনে পড়বেই। আইসিসি ইভেন্ট, দ্বিপক্ষীয় সিরিজ সবখানেই দেখা যায় দুই দলের মধ্যকার কোনো না কোনো আলোচিত ঘটনা। যার মধ্যে ‘টাইমড আউট’ নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানা রকম ঘটনা। 

টি-টোয়েন্টি, ওয়ানডে—সীমিত ওভারের ক্রিকেটের দুই সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা এখন মুখোমুখি হবে টেস্ট সিরিজে। প্রথমে সিলেটে এ মাসের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ‘টাইমড আউট’ উদ্‌যাপন করেছে শ্রীলঙ্কা। এরপর ভেন্যু বদলে চট্টগ্রামে যখন ওয়ানডে সিরিজ হয়, সেখানে জিতে এর পাল্টা দিয়েছে বাংলাদেশ। চলতি সপ্তাহের সোমবার ওয়ানডে সিরিজ জয়ের পর মুশফিকুর রহিম হেলমেট নিয়ে এসে অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিনয় করে দেখালেন। চট্টগ্রামের পর আবার ভেন্যু বদলে সিলেটে আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট। টেস্টেও টাইমড আউট উদ্‌যাপন হবে কি না, এমন প্রশ্নের আজ মুখোমুখি হয়েছেন আজ সংবাদ সম্মেলনে আসা শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। লঙ্কান টেস্ট অধিনায়ক কৌশলে উত্তর দিয়েছেন, ‘টাইমড আউট উদ্‌যাপন আবার হবে কি না দেখছি, টাইমড আউট উদ্‌যাপন। যদি জিতি...জয়ের পর আমরা দেখব।’

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা এখন পর্যন্ত কোনো টেস্ট জেতেনি। পাকিস্তানের বিপক্ষে গত বছর শ্রীলঙ্কা ঘরের মাঠে দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে তা-ই যেন তারা পাখির চোখ করছে। ধনঞ্জয়া ডি সিলভা অনুপ্রেরণা নিচ্ছেন তাঁদের সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচ থেকে (আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের ১০ উইকেটের জয়)। লঙ্কান টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে টেস্ট সিরিজ জেতা। কন্ডিশন এখানে কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে আপনি কীভাবে খেলছেন। শ্রীলঙ্কা হারিয়েছে আফগানিস্তানকে। আমরা দারুণ ফর্মে আছি।’ 

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইমড আউট অভিনয় করে দেখালেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবিদিল্লিতে গত বছরের নভেম্বরে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউটের স্বীকার হয়েছেন ম্যাথুস। তৎকালীন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বুদ্ধিতে হয়েছে এমন আউট। এটা খুব সাড়া ফেলে দেয় ক্রিকেট বিশ্বে। ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেললেও খেলেননি ওয়ানডে সিরিজ। তবে লঙ্কান তারকা ক্রিকেটার থাকছেন স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে। অন্যদিকে সাকিব টি-টোয়েন্টি, ওয়ানডে কোনো সিরিজই খেলেননি। খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত