ক্রীড়া ডেস্ক
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কঠিন পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ। লঙ্কান ক্রিকেটাররা এতটাই অধৈর্য্য হয়ে পড়েছেন যে ফিল্ডিংয়ে তাঁরা গুবলেট পাকাচ্ছেন। স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ সুন্দর করে লুফে নিচ্ছেন মুশফিকুর রহিম-লিটন দাসরা।
শ্রীলঙ্কা তালগোল পাকানো শুরু করে গতকাল প্রথম দিন থেকেই। রিভিউ নষ্ট তো করেছেই। এমনকি ফিল্ডিংয়েও ক্রিকেটারদের মনোযোগ কম দেখা গেছে। আজ দ্বিতীয় দিন বাজে ফিল্ডিং আরও প্রকট হয়ে দেখা গিয়েছে। রান আউট, ক্যাচ মিস করছেন লঙ্কান ক্রিকেটাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৮৩ রানে থেকে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ১৪১ রানে ব্যাটিং করছেন। তাঁর সঙ্গী লিটন খেলছেন ওয়ানডে মেজাজে। ৫৭ বলে করেছেন ৪৩ রান। ৪ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই সফরকারীরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল মিড অফে ডাইভ দিয়ে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর উদযাপনই বলে দেয়, একটি উইকেটের জন্য কী কষ্ট হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের ক্যাচে ভেঙে যায় চতুর্থ উইকেটে শান্ত-মুশফিকের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ২৭৯ বলে ১৪৮ রান করে বিদায় নেন শান্ত। ১৫ চার ও ১ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
শান্তর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন লিটন। প্রতিপক্ষের একটা উইকেট ফেলার পর যেখানে লঙ্কানদের উজ্জীবিত থাকার কথা, সেখানে গুবলেট পাকাচ্ছে স্বাগতিকেরা। বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারের একটা ঘটনা বর্ণনা করা যাক। ওভারের পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বল অফসাইডে ঠেলে দেন মুশফিক। রান নেবেন কি নেবেন না, এই নিয়ে দোলাচলে ভুগতে থাকেন মুশফিক-লিটন। মুশফিকের চোখ যতক্ষণ বলের দিকে ছিল, সেসময় অর্ধেক পথ বেরিয়ে আসেন লিটন। লঙ্কান ফিল্ডার স্ট্রাইকপ্রান্তে থ্রো করলে সেই সুযোগে ননস্ট্রাইকে ফেরত চলে যান লিটন। লঙ্কানরা গুবলেট না পাকালে ৩২৭ রানেই পঞ্চম উইকেট পারত বাংলাদেশের।
রত্নায়েকের বলে লিটন আরেক দফা জীবন পেয়েছেন। ১০৯তম ওভারের প্রথম বলে লিটন ফ্লিক করলে মিড উইকেটে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা। ১৪ রানে বেঁচে যাওয়া লিটন এরপর তাণ্ডব চালিয়েছেন। একই ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে লঙ্কান স্পিনারকে পিটিয়ে বাউন্ডারির হ্যাটট্রিক পূর্ণ করেন লিটন। এরই মধ্যে পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ৭৪ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ১২৫ বল। দ্বিতীয় দিনে প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ৯৭ রান যোগ করেছে সফরকারীরা।
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কঠিন পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ। লঙ্কান ক্রিকেটাররা এতটাই অধৈর্য্য হয়ে পড়েছেন যে ফিল্ডিংয়ে তাঁরা গুবলেট পাকাচ্ছেন। স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ সুন্দর করে লুফে নিচ্ছেন মুশফিকুর রহিম-লিটন দাসরা।
শ্রীলঙ্কা তালগোল পাকানো শুরু করে গতকাল প্রথম দিন থেকেই। রিভিউ নষ্ট তো করেছেই। এমনকি ফিল্ডিংয়েও ক্রিকেটারদের মনোযোগ কম দেখা গেছে। আজ দ্বিতীয় দিন বাজে ফিল্ডিং আরও প্রকট হয়ে দেখা গিয়েছে। রান আউট, ক্যাচ মিস করছেন লঙ্কান ক্রিকেটাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৮৩ রানে থেকে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ১৪১ রানে ব্যাটিং করছেন। তাঁর সঙ্গী লিটন খেলছেন ওয়ানডে মেজাজে। ৫৭ বলে করেছেন ৪৩ রান। ৪ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই সফরকারীরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল মিড অফে ডাইভ দিয়ে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর উদযাপনই বলে দেয়, একটি উইকেটের জন্য কী কষ্ট হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের ক্যাচে ভেঙে যায় চতুর্থ উইকেটে শান্ত-মুশফিকের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ২৭৯ বলে ১৪৮ রান করে বিদায় নেন শান্ত। ১৫ চার ও ১ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
শান্তর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন লিটন। প্রতিপক্ষের একটা উইকেট ফেলার পর যেখানে লঙ্কানদের উজ্জীবিত থাকার কথা, সেখানে গুবলেট পাকাচ্ছে স্বাগতিকেরা। বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারের একটা ঘটনা বর্ণনা করা যাক। ওভারের পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বল অফসাইডে ঠেলে দেন মুশফিক। রান নেবেন কি নেবেন না, এই নিয়ে দোলাচলে ভুগতে থাকেন মুশফিক-লিটন। মুশফিকের চোখ যতক্ষণ বলের দিকে ছিল, সেসময় অর্ধেক পথ বেরিয়ে আসেন লিটন। লঙ্কান ফিল্ডার স্ট্রাইকপ্রান্তে থ্রো করলে সেই সুযোগে ননস্ট্রাইকে ফেরত চলে যান লিটন। লঙ্কানরা গুবলেট না পাকালে ৩২৭ রানেই পঞ্চম উইকেট পারত বাংলাদেশের।
রত্নায়েকের বলে লিটন আরেক দফা জীবন পেয়েছেন। ১০৯তম ওভারের প্রথম বলে লিটন ফ্লিক করলে মিড উইকেটে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা। ১৪ রানে বেঁচে যাওয়া লিটন এরপর তাণ্ডব চালিয়েছেন। একই ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে লঙ্কান স্পিনারকে পিটিয়ে বাউন্ডারির হ্যাটট্রিক পূর্ণ করেন লিটন। এরই মধ্যে পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ৭৪ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ১২৫ বল। দ্বিতীয় দিনে প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ৯৭ রান যোগ করেছে সফরকারীরা।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে