Ajker Patrika

কখন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কখন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, জানাল বিসিবি

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময় জানিয়েছে বিসিবি। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে বিপিএলের ১১তম সংস্করণের প্লেয়ার্স ড্রাফট। গতবার টুর্নামেন্টের ড্রাফট হয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে। 

অক্টোবরে বাংলাদেশ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ব্যস্ততার মাঝে যেন বিপিএল নিয়ে সমস্যায় পড়তে না হয়, একটু আগেই কাজ সেরে রাখতে চাইছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ জানিয়েছেন, গত টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তাঁরা। 

কোন কোন ফ্র্যাঞ্চাইজি আগামী বিপিএলে থাকছে বা নতুন কোনো দল যুক্ত হবে কি না, এ ব্যাপারটি পরিষ্কার করতে পারেননি নিজামউদ্দিন। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়াম নিজামউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিমধ্যে গত বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। বেশির ভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব।’

প্লেয়ার্স ড্রাফটের তারিখ নির্ধারণ না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করতে চায় বিসিবি। কাল পরিচালনা পর্ষদের সভায় হয়তো সেটিও চূড়ান্ত হয়ে যেতে পারে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং ধাপে ধাপে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’ 

মাঠের খেলা যেমনই হোক জাঁকজমক আয়োজন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনায় ছিল সর্বশেষ বিপিএল। এবারও জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিপিএল আয়োজনের লক্ষ্য বিসিবির। কারণ, এরপরই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত