তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পায় খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও এই দুই ব্যাটার রানের ফুলঝুরি ছুটিয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দুই জয় পেল খুলনা।
১৫৮ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় বলে মুনিম শাহরিয়ারের উইকেট নেন শুভাগত হোম। মুনিমের পর ব্যাটিংয়ে এসে দলের হাল ধরেন জয়। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৬ বলে ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও জয়। ১৩ তম ওভারের শেষ বলে তামিমের উইকেট নিয়ে জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
তামিম ফিফটি না পেলেও জয় ফিফটি তুলে নিয়েছেন। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন তিনি। জয়ের উইকেটও দ্রুত তুলে নেন নিহাদুজ্জামান। দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় খুলনার স্কোর দাঁড়ায় ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৯ রান। এরপর ইয়াসির আলি চৌধুরী ও আজম খান বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন। চতুর্থ উইকেটে ২৮ বলে ৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়াসির ও আজম। ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ১৭ বলে ৪ ছক্কায় ও ২ চারে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন খুলনা অধিনায়ক। চট্টগ্রাম বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান ও শুভাগত নেন ১ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান করে চট্টগ্রাম। ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খান। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।
তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংয়েই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পায় খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজও এই দুই ব্যাটার রানের ফুলঝুরি ছুটিয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দুই জয় পেল খুলনা।
১৫৮ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় বলে মুনিম শাহরিয়ারের উইকেট নেন শুভাগত হোম। মুনিমের পর ব্যাটিংয়ে এসে দলের হাল ধরেন জয়। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৬ বলে ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও জয়। ১৩ তম ওভারের শেষ বলে তামিমের উইকেট নিয়ে জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
তামিম ফিফটি না পেলেও জয় ফিফটি তুলে নিয়েছেন। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন তিনি। জয়ের উইকেটও দ্রুত তুলে নেন নিহাদুজ্জামান। দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় খুলনার স্কোর দাঁড়ায় ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৯ রান। এরপর ইয়াসির আলি চৌধুরী ও আজম খান বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন। চতুর্থ উইকেটে ২৮ বলে ৫০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়াসির ও আজম। ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। ১৭ বলে ৪ ছক্কায় ও ২ চারে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন খুলনা অধিনায়ক। চট্টগ্রাম বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান ও শুভাগত নেন ১ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান করে চট্টগ্রাম। ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খান। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে