Ajker Patrika

লঙ্কানদের চাপে রেখেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লঙ্কানদের চাপে রেখেছে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে চাপে রয়েছে লঙ্কানরা। 

ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে টস জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে আসেন শরীফুল ইসলাম। সেই ওভার থেকে লঙ্কানরা নিতে পারে মাত্র ১ রান। ঠিক তার পরের ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদ তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কার উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিশাঙ্কাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। ৮ বলে করেন ১ রান। 

নিশাঙ্কার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ১ উইকেটে ১ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কুশল মেন্ডিস। তাসকিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে সিঙ্গেল নেন মেন্ডিস। এরপর তৃতীয় ওভারে শরীফুলকে দুটি চার মারেন মেন্ডিস। দ্বিতীয় বলে মেন্ডিস চার মেরেছেন পয়েন্ট দিয়ে। চতুর্থ বলে বাউন্ডারি মেরেছেন ফাইন লেগ দিয়ে ফ্লিক করে। মেন্ডিসকে দেখাদেখি হাত খুলে খেলতে যান আরেক ওপেনার আভিস্কা। চতুর্থ ওভারের চতুর্থ বলে তাসকিনকে এক্সট্রা কাভার দিয়ে দারুণ এক ড্রাইভে চার মারেন আভিস্কা। পরের বলেই আভিস্কাকে ফিরিয়েছেন তাসকিন। পঞ্চম বলে ড্রাইভ করতে যান আভিস্কা। আউটসাইড এজ হওয়া বল তালুবন্দী করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৬ বলে ১ চারে ৪ রান করেন আভিস্কা। 

দুই ওপেনারের বিদায়ে লঙ্কানদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ১৫ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাদিরা সামারাবিক্রমা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ সাবধানে এগোচ্ছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ২৯ বলে ৩ চারে ১৭ রান করে অপরাজিত মেন্ডিস। সাদিরা ১০ বলে ১১ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত