ক্রীড়া ডেস্ক
ত্রুটিপূর্ণ আম্পায়ারিংয়ের ঘটনাগুলো যেন বাংলাদেশের ম্যাচেই ঘটে। বিশেষ করে, আইসিসি ইভেন্টে এসব হয়ে ওঠে সাধারণ ঘটনা। বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে বেশির ভাগ সময় হারতে হয় বাংলাদেশকে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটেছে বিতর্কিত আম্পায়ারিং।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন লেগ বাইয়ে চার পেলেন না, তাওহিদ হৃদয়ের আউট—বাংলাদেশের ইনিংসের এই দুটি বিষয় নিয়েই বেশি আলোচনা চলছে। শেষ পর্যন্ত ‘লো স্কোরিং থ্রিলারে’ দক্ষিণ আফ্রিকা ৪ রানে জিতেছে। আম্পায়ারিংয়ের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল-রমিজ রাজারা।
১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট ঘোষণা করেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। বাংলাদেশ ম্যাচ হারার পর ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তুমুল সমালোচনা শুরু করেন। ম্যাচ শেষে ক্রিকইনফোর টাইম-আউট অনুষ্ঠানে আলাপ-আলোচনা করেন সঞ্জয় মাঞ্জেরেকার, মরনে মরকেল ও তামিম। মাহমুদউল্লাহর প্রসঙ্গ এলে মাঞ্জেরেকার-মরকেলদের তামিম বলেন, ‘যখন সময় আছে, তখন কয়েক সেকেন্ড অপেক্ষা করে তো দেখতে পারেন বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো কি হলো না। যদি ব্যাটার আউট না হন, আর বল তার পায়ে বা অন্য কোথাও লেগে সীমানায় চলে যায়, তবে রান দেওয়া উচিত। যদি আউট না হয়।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারের সাহসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রমিজ রাজা। একই সঙ্গে হৃদয়ের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘দারুণ ব্যাটিং করছিল সে (হৃদয়)। তবে রাবাদার বলে আম্পায়ার যে আউট দিয়েছে, তা না দিলেও হতো। আম্পায়ার্স কল ছিল এবং অনেক ওপরে লেগেছে বল। লেগ সাইড দিয়ে চলে যাচ্ছিল (বল)। ভাগ্যও মনে হয় বাংলাদেশের পক্ষে কাজ করেনি।’
প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে গতকাল ম্যাচ শেষে কথা বলেছেন হৃদয় নিজেও। তাঁর মতে মাহমুদউল্লাহ ৪ রান পেলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসতে পারত। হৃদয়ের সুরেই যেন সুর মেলালেন তামিম। ক্রিকইনফো টাইম-আউটে মাঞ্জেরেকার-মরকেলদের তামিম বলেন, ‘হয়তো সমর্থক হিসেবে কথা বলছি। তবে আপনি একটু ভাবুন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল ৪ রান।’
আরও পড়ুন:
ত্রুটিপূর্ণ আম্পায়ারিংয়ের ঘটনাগুলো যেন বাংলাদেশের ম্যাচেই ঘটে। বিশেষ করে, আইসিসি ইভেন্টে এসব হয়ে ওঠে সাধারণ ঘটনা। বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে বেশির ভাগ সময় হারতে হয় বাংলাদেশকে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটেছে বিতর্কিত আম্পায়ারিং।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন লেগ বাইয়ে চার পেলেন না, তাওহিদ হৃদয়ের আউট—বাংলাদেশের ইনিংসের এই দুটি বিষয় নিয়েই বেশি আলোচনা চলছে। শেষ পর্যন্ত ‘লো স্কোরিং থ্রিলারে’ দক্ষিণ আফ্রিকা ৪ রানে জিতেছে। আম্পায়ারিংয়ের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল-রমিজ রাজারা।
১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট ঘোষণা করেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। বাংলাদেশ ম্যাচ হারার পর ভক্ত-সমর্থকেরা সামাজিকমাধ্যমে তুমুল সমালোচনা শুরু করেন। ম্যাচ শেষে ক্রিকইনফোর টাইম-আউট অনুষ্ঠানে আলাপ-আলোচনা করেন সঞ্জয় মাঞ্জেরেকার, মরনে মরকেল ও তামিম। মাহমুদউল্লাহর প্রসঙ্গ এলে মাঞ্জেরেকার-মরকেলদের তামিম বলেন, ‘যখন সময় আছে, তখন কয়েক সেকেন্ড অপেক্ষা করে তো দেখতে পারেন বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো কি হলো না। যদি ব্যাটার আউট না হন, আর বল তার পায়ে বা অন্য কোথাও লেগে সীমানায় চলে যায়, তবে রান দেওয়া উচিত। যদি আউট না হয়।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারের সাহসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রমিজ রাজা। একই সঙ্গে হৃদয়ের আউট নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘দারুণ ব্যাটিং করছিল সে (হৃদয়)। তবে রাবাদার বলে আম্পায়ার যে আউট দিয়েছে, তা না দিলেও হতো। আম্পায়ার্স কল ছিল এবং অনেক ওপরে লেগেছে বল। লেগ সাইড দিয়ে চলে যাচ্ছিল (বল)। ভাগ্যও মনে হয় বাংলাদেশের পক্ষে কাজ করেনি।’
প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে গতকাল ম্যাচ শেষে কথা বলেছেন হৃদয় নিজেও। তাঁর মতে মাহমুদউল্লাহ ৪ রান পেলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসতে পারত। হৃদয়ের সুরেই যেন সুর মেলালেন তামিম। ক্রিকইনফো টাইম-আউটে মাঞ্জেরেকার-মরকেলদের তামিম বলেন, ‘হয়তো সমর্থক হিসেবে কথা বলছি। তবে আপনি একটু ভাবুন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল ৪ রান।’
আরও পড়ুন:
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২১ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে