Ajker Patrika

পাকিস্তানের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। ছবি: এক্স
বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। ছবি: এক্স

মুলতানে আজ বাংলাদেশ, পাকিস্তান যে দলই জিতত, তারা করত ইতিহাস। কারণ, দুটি দলের সামনেই ছিল প্রথমবারের মতো দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি। বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের উৎসব করল পাকিস্তান।

সবশেষ ২০২২ সালে আয়োজিত হয়েছিল দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেঙ্গালুরুতে সেবার বাংলাদেশকে কাঁদিয়েছিল স্বাগতিক ভারত। দুই বছর পর আবার ফাইনালে উঠলেও শিরোপার আক্ষেপটা রয়েই গেল বাংলাদেশের। মুলতানে আজ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ।

২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। খেলেছেন ৫২ বল। পাকিস্তানের বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন বাবর আলী। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সালমান ও মতিউল্লাহ।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জিতেছে ১১ ওভারে। নিসার আলী ইনিংস সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার মোহাম্মদ সাফদার করেন ৪৭ রান। প্রথমবার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ল্যাপ অব অনার দেয় স্বাগতিক পাকিস্তান। প্রথমবারের মতো শিরোপাজয়ী পাকিস্তানকে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চ্যাম্পিয়ন মহসিন নাকভি বলেন, ‘টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটাররা অসাধারণ পারফর্ম করেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।’

দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার আয়োজিত হয়েছে ২০১২ সালে। ১২ বছর আগে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১৭ সালেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পাকিস্তান। তৃতীয়বারের চেষ্টায় পাকিস্তান আজ সফল হলো বাংলাদেশকে হারিয়ে। এখন পর্যন্ত অনুষ্ঠিত চার বিশ্বকাপের মধ্যে তিন বার জিতেছে ভারত এবং পাকিস্তান জিতেছে একবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত