ক্রীড়া ডেস্ক
মুলতানে আজ বাংলাদেশ, পাকিস্তান যে দলই জিতত, তারা করত ইতিহাস। কারণ, দুটি দলের সামনেই ছিল প্রথমবারের মতো দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি। বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের উৎসব করল পাকিস্তান।
সবশেষ ২০২২ সালে আয়োজিত হয়েছিল দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেঙ্গালুরুতে সেবার বাংলাদেশকে কাঁদিয়েছিল স্বাগতিক ভারত। দুই বছর পর আবার ফাইনালে উঠলেও শিরোপার আক্ষেপটা রয়েই গেল বাংলাদেশের। মুলতানে আজ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ।
২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। খেলেছেন ৫২ বল। পাকিস্তানের বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন বাবর আলী। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সালমান ও মতিউল্লাহ।
Congratulations to the Pakistan blind cricket team for clinching the Blind Cricket T20 World Cup title with a 10-wicket win over Bangladesh in the final at Multan Cricket Stadium! 🏆👏 pic.twitter.com/Bd73pijLuU
— Pakistan Cricket (@TheRealPCB) December 3, 2024
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জিতেছে ১১ ওভারে। নিসার আলী ইনিংস সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার মোহাম্মদ সাফদার করেন ৪৭ রান। প্রথমবার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ল্যাপ অব অনার দেয় স্বাগতিক পাকিস্তান। প্রথমবারের মতো শিরোপাজয়ী পাকিস্তানকে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চ্যাম্পিয়ন মহসিন নাকভি বলেন, ‘টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটাররা অসাধারণ পারফর্ম করেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।’
দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার আয়োজিত হয়েছে ২০১২ সালে। ১২ বছর আগে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১৭ সালেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পাকিস্তান। তৃতীয়বারের চেষ্টায় পাকিস্তান আজ সফল হলো বাংলাদেশকে হারিয়ে। এখন পর্যন্ত অনুষ্ঠিত চার বিশ্বকাপের মধ্যে তিন বার জিতেছে ভারত এবং পাকিস্তান জিতেছে একবার।
মুলতানে আজ বাংলাদেশ, পাকিস্তান যে দলই জিতত, তারা করত ইতিহাস। কারণ, দুটি দলের সামনেই ছিল প্রথমবারের মতো দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি। বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের উৎসব করল পাকিস্তান।
সবশেষ ২০২২ সালে আয়োজিত হয়েছিল দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেঙ্গালুরুতে সেবার বাংলাদেশকে কাঁদিয়েছিল স্বাগতিক ভারত। দুই বছর পর আবার ফাইনালে উঠলেও শিরোপার আক্ষেপটা রয়েই গেল বাংলাদেশের। মুলতানে আজ পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ।
২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন আরিফ হুসেইন। খেলেছেন ৫২ বল। পাকিস্তানের বোলারদের মধ্যে ২ উইকেট নিয়েছেন বাবর আলী। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সালমান ও মতিউল্লাহ।
Congratulations to the Pakistan blind cricket team for clinching the Blind Cricket T20 World Cup title with a 10-wicket win over Bangladesh in the final at Multan Cricket Stadium! 🏆👏 pic.twitter.com/Bd73pijLuU
— Pakistan Cricket (@TheRealPCB) December 3, 2024
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জিতেছে ১১ ওভারে। নিসার আলী ইনিংস সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার মোহাম্মদ সাফদার করেন ৪৭ রান। প্রথমবার দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ল্যাপ অব অনার দেয় স্বাগতিক পাকিস্তান। প্রথমবারের মতো শিরোপাজয়ী পাকিস্তানকে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চ্যাম্পিয়ন মহসিন নাকভি বলেন, ‘টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটাররা অসাধারণ পারফর্ম করেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।’
দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার আয়োজিত হয়েছে ২০১২ সালে। ১২ বছর আগে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০১৭ সালেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পাকিস্তান। তৃতীয়বারের চেষ্টায় পাকিস্তান আজ সফল হলো বাংলাদেশকে হারিয়ে। এখন পর্যন্ত অনুষ্ঠিত চার বিশ্বকাপের মধ্যে তিন বার জিতেছে ভারত এবং পাকিস্তান জিতেছে একবার।
আইপিএলে সব বড় বড় ক্রিকেট তারকাদের সম্মিলেন। তাঁদের ভিড়েই সব আলো কেড়ে নিচ্ছে ১৪ বছর বয়সী এক বিস্ময় বালক। আজ রাতে জয়পুরে সে কী করেছে...
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ শুরুর দুই সেশনেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রায়ান বেনেটের ৫ বাউন্ডারি সফরকারীদের ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিল। লাঞ্চের আগেই দুই ওপেনার বেনেট (২১) ও বেন কারেনের (২১) এর উইকেট হারালেও পরিস্থিতির সামাল দেন নিক ওয়েলচ এবং শন উইলিয়ামস।
১১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬
১৩ ঘণ্টা আগে