ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে যেন অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। দিনেশ রামদিনের বিদায় বলার দিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তাঁর সতীর্থ লেন্ডল সিমন্সও।
সোমবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দেন এই অভিজ্ঞ ক্যারিবীয় ওপেনার। তার আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রামদিন।
আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন সিমন্স। অবসরের প্রসঙ্গে তাঁর টুইট, ‘সব ফরম্যাটে ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই।’
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে উইন্ডিজের হয়ে অভিষেক সিমন্সের। শুরুটা ডাক মেরে। পরের ওয়ানডেতে ফিফটির পর ফের ডাক। তবে এর পরই নিজেকে খুঁজে পান। উইন্ডিজের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৬8 ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু আটটি টেস্ট খেললেও কখনো ফিফটির দেখা পাননি।
অবশ্য টি-টোয়েন্টিতে বেশ সফল সিমন্স। যত দিন খেলে গেছেন, সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দারুণ প্রভাব রেখেছেন। উইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটের ক্রিকেটে মোট ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান করেছেন সিমন্স। জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক ক্যারিয়ারের সমাপ্তির জন্য টুইটারে সিমন্সকে অভিনন্দন জানিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০১৯-২১ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সিপিএলে খেলেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে যেন অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। দিনেশ রামদিনের বিদায় বলার দিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তাঁর সতীর্থ লেন্ডল সিমন্সও।
সোমবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দেন এই অভিজ্ঞ ক্যারিবীয় ওপেনার। তার আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রামদিন।
আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন সিমন্স। অবসরের প্রসঙ্গে তাঁর টুইট, ‘সব ফরম্যাটে ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই।’
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে উইন্ডিজের হয়ে অভিষেক সিমন্সের। শুরুটা ডাক মেরে। পরের ওয়ানডেতে ফিফটির পর ফের ডাক। তবে এর পরই নিজেকে খুঁজে পান। উইন্ডিজের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৬8 ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু আটটি টেস্ট খেললেও কখনো ফিফটির দেখা পাননি।
অবশ্য টি-টোয়েন্টিতে বেশ সফল সিমন্স। যত দিন খেলে গেছেন, সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দারুণ প্রভাব রেখেছেন। উইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটের ক্রিকেটে মোট ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান করেছেন সিমন্স। জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক ক্যারিয়ারের সমাপ্তির জন্য টুইটারে সিমন্সকে অভিনন্দন জানিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০১৯-২১ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সিপিএলে খেলেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে