Ajker Patrika

ম্যাথুসের ‘টাইমড আউট’ অভিনয় করে মজা নিলেন মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯: ২৮
ম্যাথুসের ‘টাইমড আউট’ অভিনয় করে মজা নিলেন মুশফিকরা

সিলেট থেকে চট্টগ্রাম—ভেন্যু বদলাতেই বদলে গেল দৃশ্যপট। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের বদলা এবার ওয়ানডে সিরিজে নিল বাংলাদেশ। শুধু তা-ই নয়, ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ করেছে ভিন্ন রকম এক উদ্‌যাপন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৫৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উদ্‌যাপন করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। তখনো আঁচ করা যায়নি একটা মজার দৃশ্য বাকি রয়েছে। কয়েক সেকেন্ড দেরিতে আসা মুশফিকের হাতে ছিল একটা হেলমেট। হেলমেট দিয়ে আকার-ইঙ্গিতে দিল্লিতে বিশ্বকাপে আলোচিত সেই অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউটের’ ঘটনাই মনে করিয়ে দিলেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার অভিনয় করে দেখালেন, সেদিন ম্যাথুস কী করেছিলেন। মুশফিকের অভিনয় শেষ হতেই বাংলাদেশ অধিনায়ক শান্তসহ পুরো বাংলাদেশ গর্জন ছুড়ল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মুশফিকের হেলমেট নিয়ে উদযাপন প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘না আমরা শুধুই উদযাপন করেছি। আমাদের মন মতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম পরিশ্রম করেছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস। আমার মনে হয় ওনার অনেকগুলা ইনিংসের মধ্যে। এই তো।’

গত ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুসের টাইমড আউটের ঘটনা বেশ সাড়া ফেলে দেন। যার রেশ থেকে গেছে এখনো। গত সপ্তাহে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এমন উদ্‌যাপন করেছিল শ্রীলঙ্কাও। তখন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, শ্রীলঙ্কাকে টাইমড আউট বিতর্ক থেকে বেরিয়ে আসা উচিত। অবশ্য কদিনের মধ্যে বাংলাদেশ সেই বিতর্কিত উদ্‌যাপনেই ফিরে গেল প্রতিশোধের নেশায়!

তবে বিশ্বকাপের ওই ঘটনার টাইমড আউটের নিয়ম এখন অনেক কড়া করেছে আইসিসি। এখন ব্যাটারদের উইকেটে আসার সময়ে ‘স্টপ ক্লক’ চালু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত