Ajker Patrika

ব্যাটারের মাথার ওপর ৫০০ রুপির বান্ডিল উড়িয়ে দিলেন দর্শক

ক্রীড়া ডেস্ক    
মাঠে ঢুকে একগুচ্ছ ৫০০ রুপির নোট ওড়ালেন এক দর্শক। ছবি: সংগৃহীত
মাঠে ঢুকে একগুচ্ছ ৫০০ রুপির নোট ওড়ালেন এক দর্শক। ছবি: সংগৃহীত

কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।

এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।

উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত