ক্রীড়া ডেস্ক
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
ফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
১২ মিনিট আগেমুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
১ ঘণ্টা আগেসিলেটের আকাশে আজ সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা। অবিরাম বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় নির্ধারিত সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু করা যায়নি। মুষলধারায় সিলেটে আজ যে বৃষ্টি হচ্ছে...
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
২ ঘণ্টা আগে