ক্রীড়া ডেস্ক
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
ভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
২৮ মিনিট আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
১ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট গতকাল শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রকৃতি যখন বাদ সাধে, তখন আর কী করার থাকে! আজ অল্প একটু সময়ের জন্য হলেও শেষ দিনে খেলতে নামতে হবে দুই দলকে। স্টুয়ার্ট ব্রড এটা যেন মানতেই পারছেন না।
২ ঘণ্টা আগে