Ajker Patrika

আয়ারল্যান্ডকে ‘ভয়’ পাচ্ছে ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ জুন ২০২৪, ১১: ৩৬
Thumbnail image

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অনেকের শেষের শুরু হচ্ছে আজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে কোচ হিসেবে আর ভারতের দায়িত্বে থাকবেন না রাহুল দ্রাবিড়। হয়তো এটিই শেষ বিশ্বকাপ রোহিত শর্মা-বিরাট কোহলির। যেভাবে তরুণ ব্যাটার উঠে আসছেন ভারতে, পরের বিশ্বকাপে এ দুই তারকা ব্যাটারের না থাকার সম্ভাবনাই বেশি। 

তবে শেষটা কি রাঙাতে পারবেন রোহিত-কোহলি? ২০১৩ সালের পর আর কোনো আইসিসি ট্রফি জেতেনি ভারত। গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেও শিরোপা ধরতে পারেনি। আহমেদাবাদে ভারতীয় সমর্থকদের বেদনায় নীল করে হলুদ উৎসব করে অস্ট্রেলিয়া। ২০ ওভারের বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচাতে পারবেন তো রোহিত-কোহলি? খেলোয়াড় হিসেবে কখনো বিশ্বকাপ না জেতা দ্রাবিড়ও কোচ হিসেবে চাইবেন সোনালি শিরোপায় হাত ছোঁয়াতে। 

সদ্য আইপিএল খেলে এসেছে বলেই এবারের বিশ্বকাপে ভারতকে ফেবারিট মানছেন অনেকে। তবে ম্যাচটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বলেই একটু সতর্ক হয়ে পা ফেলতে হচ্ছে রোহিতদের। কারণ, পরশু এই মাঠে প্রথম ম্যাচেই লো স্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই নিশ্চিন্ত থাকতে পারে ভারত। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনোই যে হারেনি তারা। 

অবশ্য দ্রাবিড় খুবই সতর্ক। ‘এ’ গ্রুপে লড়াই শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য যে প্রস্তুতি নিয়ে থাকি, এই ম্যাচের প্রস্তুতিও একই রকম নিয়েছি। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। তারা (আয়ারল্যান্ড) সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে। আমরা জানি, আয়ারল্যান্ড প্রচুর টি-টোয়েন্টি খেলে। এই ফরম্যাটে আপনি কাউকেই হালকাভাবে নিতে বা দেখতে পারবেন না। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তাদের সম্মানই করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত