Ajker Patrika

হঠাৎ ধসে ১৩০ রানও করতে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১: ৫৩
সিরিজের টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ছবি: বিসিবি
সিরিজের টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে আজ তৃতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। এই ম্যাচেও আয়ারল্যান্ডের বোলারদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।

ভালো অবস্থানে থেকে হোঁচট খাওয়া তো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। তৃতীয় টি-টোয়েন্টির স্কোরকার্ড দেখে একটা পর্যায়ে হয়তো ১৫০ ছাড়ানোর স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ১৫০ তো দূরে থাক, ১৩০ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের ১২৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকেরা।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমে ব্যাটিং পেয়ে দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন। উদ্বোধনী জুটিতে ২৪ বলে ৩৩ রান যোগ করেন সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। চতুর্থ ওভারের পঞ্চম বলে মুর্শিদাকে কট এন্ড বোল্ড করেন ওরলা প্রেন্ডারগাস্ট।১২ বলে ২ চারে ১২ রান করেন মুর্শিদা।

৪ ওভারে ১ উইকেটে ৩৩ রানে পরিণত হওয়া বাংলাদেশের ওভারপ্রতি রান তোলার গতি কমতে থাকে ঠিকই। তবে উইকেটে একপ্রান্ত আগলে রেখে সাবলীলভাবে খেলতে থাকেন সোবহানা মোস্তারি ও শারমিন আকতার সুপ্তা। একটা পর্যায়ে বাংলাদেশের স্কোর দেখা যায় ১৩.৩ ওভারে ১ উইকেটে ১০৪ রান।

দ্বিতীয় উইকেটে সুপ্তা ও সোবহানার ৫৮ বলে ৭১ রানের জুটি ভাঙার পরই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে আরও ৬ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। সোবহানার ৪৩ বলে ৪৫ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। তিনি মেরেছেন ৬ চার।

আয়ারল্যান্ডের সেরা বোলার প্রেন্ডারগাস্ট নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২২ রান। যেখানে ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্বর্ণা আকতার ও রিতু মণিকে পরপর দুই বলে ফেরান প্রেন্ডারগাস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত