Ajker Patrika

পাকিস্তানকে ভয় ধরিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৩১
পাকিস্তানকে ভয় ধরিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

ঘরের মাঠে খেলার চাপ বুঝি এমনই হয়। তাও যদি হয় সিরিজে টিকে থাকার লড়াই, তাহলে তো চাপ বেড়ে যায় বহুগুণ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের জন্য উজ্জ্বল হচ্ছে ইতিহাস গড়ার সম্ভাবনা। 

রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনে পাকিস্তান যা করেছে, আজ চতুর্থ দিনে সেটারই পুনরাবৃত্তি দেখাল বাংলাদেশ। আক্রমণাত্মক বোলিংয়ে প্রথম সেশনেই পাকিস্তানের মেরুদণ্ড অনেকটা ভেঙে দিয়েছে বাংলাদেশ। ৩০ ওভারে ৬ উইকেটে ১১৭ রানে চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫৩ বলে ৩৮ রানে অপরাজিত। ৭ রানে ব্যাটিং করছেন সালমান আলী আগা। লিডসহ স্বাগতিকদের রান ১২৯। 

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। স্বাগতিকদের নামের পাশে তখন ৩.৪ ওভার। চার নম্বরে আজ ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের বোলাররা যেন চেপে ধরতে না পারেন, সেজন্য সাইম আইয়ুব ও মাসুদ খেলতে থাকেন ওয়ানডে মেজাজে। নিয়মিত বিরতিতে চার মারতে থাকেন দুই পাকিস্তানি ব্যাটার। যেখানে দশম ওভারের দ্বিতীয় ও শেষ বলে হাসান মাহমুদকে দুটি চার মারেন মাসুদ। ১০ ওভারে ২ উইকেটে ৪৩ রান হয়ে যায় স্বাগতিকদের। 

অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার খেসারত দিয়েই উইকেট হারায় পাকিস্তান। ১৩ তম ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে যান আইয়ুব। মিড অফে বাঁদিকে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন শান্ত। ক্যাচ ধরেই বাংলাদেশ অধিনায়ক বলটি শূন্যে ছুড়ে মারেন। তাসকিনের উদযাপনও বলে দেয় বাংলাদেশ এই উইকেটটা পেতে কতটা মরিয়া ছিল। ৩৫ বলে ৩ চারে ২০ রান করে আইয়ুব ফিরলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১২.৪ ওভারে ৩ উইকেটে ৪৭ রান। ভেঙে যায় মাসুদ-আইয়ুবের ৩৮ রানের জুটি। 

দিনের প্রথম উইকেট নেওয়ার পর বাংলাদেশ নষ্ট করে একটি রিভিউ। ১৬ তম ওভারের তৃতীয় বলে বাবর আজমের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার সাড়া না দেওয়ায় একেবারে শেষ মুহূর্তে রিভিউ নেন শান্ত। তৃতীয় আম্পায়ার পর্যবেক্ষণ করলে দেখা যায়, বল অনেক বাঁক খেয়ে লেগ স্টাম্পের অনেক বাইরে চলে যায়। 

রিভিউ নষ্টের আফসোসে বেশিক্ষণ পুড়তে হয়নি বাংলাদেশকে। যেখানে দিনের প্রথম উইকেট হারানোর পর পাকিস্তান বেসামাল হয়ে পড়ে নাহিদ রানার গতির ঝড়ে। আইয়ুব ফেরার পর মাসুদেরও যেন ডাগআউটে যাওয়ার তাড়া ছিল বেশি। ১৭ তম ওভারের তৃতীয় বলে নাহিদকে কাট করতে যান মাসুদ। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক লিটন দাস। এক ওভার বিরতিতে এসে নাহিদ ফেরান বাবর আজমকে। ১৯ তম ওভারের প্রথম বলে দ্বিধাদ্বন্দ্বে থাকা বাবর ফ্রন্টফুটে খেলতে যান। আউটসাইড এজ হওয়া বল প্রথম স্লিপে ধরেন সাদমান ইসলাম। অফফর্মে থাকা বাবর করেছেন ১৮ বলে ১১ রান। 

৬৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়া পাকিস্তানের স্কোর হতেই পারত ৬ উইকেটে ৬৫ রান। বাবরের মতো ভুল করেন সদ্য উইকেটে আসা রিজওয়ান। তবে এবার প্রথম স্লিপে সাদমান ক্যাচ ধরতে তো ব্যর্থ হয়েছেনই, এমনকি সেটা ৪ বানিয়ে দিয়েছেন। পাকিস্তানের ষষ্ঠ উইকেট পড়তে অবশ্য খুব একটা সময় লাগেনি। ২১ তম ওভারের শেষ বলে সৌদ শাকিলকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন নাহিদ। নিজের পরপর তিন ওভারে নাহিদ ৩ উইকেট নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২১ ওভারে ৬ উইকেটে ৮১ রান। গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যাওয়া রিজওয়ান এরপর খেলতে থাকেন সাবলীলভাবে। লিটন-মিরাজ গতকাল যা করে দেখিয়েছেন, তেমন কিছু রিজওয়ান-সালমান করলে পাকিস্তান লড়াই করার মতো পুঁজি পেতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত