Ajker Patrika

সভাপতি স্বীকার করলেন দুর্নীতি হয়েছে বিসিবিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২২: ৩২
সভাপতি স্বীকার করলেন দুর্নীতি হয়েছে বিসিবিতে

ক্ষমতার পটপরিবর্তনের পর বিভিন্ন খাতের দুর্নীতি, অনিয়ম প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রকাশ্যে আসতে শুরু করেছে বিসিবির অনিয়ম-দুর্নীতিও। আর এতে অস্বস্তি, বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বিসিবির কর্মকর্তা ও নীতিনির্ধারকদের। কাল বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ স্বীকারই করে নিয়েছেন দুর্নীতি হয়েছে বিসিবিতেও। 

যদি কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি হয়ে থাকে, সেটির দায় কিছুতেই এড়ানোর সুযোগ নেই ওই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর পক্ষেও দায় এড়ানো কঠিন। কারণ, তিনি এই পদে কাজ করছেন প্রায় এক যুগ। বিসিবির প্রতিটি কাগজ অনুমোদনে পদাধিকার বলে বিসিবির প্রধান নির্বাহীর স্বাক্ষর থাকতেই হবে। আর বিসিবির গত বোর্ড যেভাবে অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণে ঝুঁকেছিল, দুর্নীতির জাল বিস্তার হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। এখন তাই নিজাম উদ্দিনকে বিসিবির সব অনিয়ম-দুর্নীতির অভিযোগে উঠতে হচ্ছে কাঠগড়ায়। কাল এক সিনিয়র সাংবাদিক বিসিবি সভাপতিকে প্রশ্ন করলেন, দেশে যেখানে সচিব পর্যন্ত বদলে যাচ্ছে, সেখানে ১২ বছর ধরে থাকা বিসিবির প্রধান নির্বাহীর ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা? 

মিরপুরে নিজের প্রথম পরিচালনা পর্ষদের সভা শেষে আজ সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বেশ সতর্ক উত্তর দিলেন, ‘একজন মানুষ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি দোষী নন। অফিসে সিইও হিসেবে কাগজে সই করতে হবে, একটা নরমাল প্র্যাক্টিস। এই অবকাঠামোগত জিনিসে ঝুঁকে পড়েছে (বিসিবি) এনএসসিকে বাইপাস করে, এটা খুব বেশি নেই। তবে কিছু দুর্নীতি তো হয়েছেই। এটা অস্বীকার করতে পারব না। আমাদের সিইও (প্রধান নির্বাহী) অনেক যোগ্য। তিনি ১২ বছর ধরে সিইও। অনেক অভিজ্ঞ। এখানেও যদি কিছু পাওয়া যায় (অনিয়ম), তদন্ত না করে বলার অনুরোধ করছি। তদন্ত করে যদি কিছু পাওয়া যায়, তাকেও (প্রধান নির্বাহীকে) ছাড় দেওয়া হবে না।’ 

ফারুক জানালেন, অডিটের মাধ্যমে যতটুকু বের করে আনা যায়, তাঁরা বের করবেন। আর বড় দুর্নীতির বিষয়গুলো তাঁরা দুদকের কাছে ছেড়ে দেবেন। দুর্নীতির প্রশ্নে আপস নেই ফারুকের। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে তিন সদস্যের তৈরি মূল্যায়ন রিপোর্ট সবার সামনে প্রকাশ হবে। 

আর বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন নিয়ে ফারুক বলেছেন, ‘এক সপ্তাহের মধ্যে কমিটি হয়ে যাবে।’ পরিচালকদের মধ্যে কাল পদত্যাগ করেছেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। তৃতীয় বিভাগ লিগের এন্ট্রি ফি ৫ লাখ থেকে কমিয়ে করা হয়েছে ২০-৩০ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত