Ajker Patrika

অবসরের ঘোষণা দিয়ে নিজেই জল ঘোলা করলেন রাইডু

আপডেট : ১৪ মে ২০২২, ১৭: ১৯
অবসরের ঘোষণা দিয়ে নিজেই জল ঘোলা করলেন রাইডু

‘আর্লি ডেজ’ থেকে ‘বিজনেস এন্ডে’ চলে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই এবার খুব একটা সুবিধা করতে পারেনি। আর দুই ম্যাচ বাকি থাকলেও কোয়ালিফাই করার সম্ভাবনা আগেই শেষ। এর মধ্যে দলের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। চেন্নাইয়ের ব্যাটার আম্বাতি রাইডু অবসরের ঘোষণা দিয়ে ১৫ মিনিটের মধ্যে সেই টুইট ডিলিট করে দিয়েছেন। 

৩৬ বছর বয়সী রাইডু নিজেই আজ সকালে আইপিএল থেকে নিজের অবসরের কথা জানিয়ে টুইট করেন। যেখানে তিনি জানান, ‘সবাইকে খুশিমনে জানাতে চাই, এটাই আমার শেষ আইপিএল হতে চলেছে। ১৩ বছর ধরে দুটি দারুণ দলের হয়ে এই টুর্নামেন্টে খেলা অনেক উপভোগ করেছি। হৃদয় থেকে মুম্বাই ইন্ডিয়ানস এবং সিএসকে এই দারুণ সফরের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট দেওয়ার ঠিক ১৫ মিনিটের মধ্যে সেটি ডিলিট করে দেন রাইডু। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রাইডু যে এভাবে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানত না চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যায় তারা। এখনো চেন্নাইয়ের দুটি ম্যাচ বাকি। এই টুইটের প্রভাব খেলায় পড়তে পারে বলে মনে করে তারা। এ জন্যই নাকি টুইট ডিলিট করে দেন রাইডু। 

এদিকে সিএসকের সিইও কাশী বিশ্বনাথ পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাইডু অবসর নিচ্ছেন না। বিতর্ক যেন চেন্নাইয়ের পিছু ছাড়ছে না। কদিন আগেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে রবীন্দ্র জাদেজার সম্পর্কে চিড় ধরা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার রাইডুর টুইট বিতর্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত