Ajker Patrika

ভারতের মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ আফগানিস্তানের

ভারতের মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ আফগানিস্তানের

আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট শুরুর অপেক্ষা বেড়েই চলেছে। দুই দিন হয়ে গেল। অথচ গ্রেটার নয়ডা স্পোর্টিং কমপ্লেক্সে খেলা মাঠেই গড়াতে পারল না। ভারতের এই মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ম্যাচ হওয়ার কথা ছিল ৯৮ ওভারের। মাঠের আবহাওয়াও ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু খেলা তো দূরে থাক, ম্যাচই মাঠে গড়ায়নি। কারণ মধ্যরাতের বৃষ্টিতে মাঠের আউটফিল্ডের খুবই ভয়াবহ অবস্থা। মাঠের মিডউইকেট অংশ খোড়া হয়েছে। কৃত্রিম ঘাস লাগিয়ে ক্ষত মেরামতের চেষ্টা করা হয়েছে। এমনকি ফ্যানের হাওয়াও দেওয়া হয়েছে। আম্পায়াররা কয়েক দফা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেও আশাবাদী হওয়ার মতো কিছু খুঁজে পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের মাঝে মাঝে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এসেছেন। বারবার এসেও যখন তাঁরা দেখছেন ম্যাচ হচ্ছে না, তখন বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। ম্যাচ শেষে এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। কখনোই এখানে ফিরব না। খেলোয়াড়েরাও এই মাঠের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এই দায়িত্বে যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি এবং স্টেডিয়ামের ছেলেরা বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে।’

গ্রেটার নয়ডার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে টেস্ট শুরুর আগে থেকেই আলোচনা হচ্ছিল। নয়ডার তীব্র গরমের মধ্যেও যখন মাঠ খেলা চালানোর মতো উপযুক্ত হলো না, আবারও তাই চলে এল মাঠের ড্রেনেজ ব্যবস্থাপনা। এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখানে আসার পর কোনো কিছুরই পরিবর্তন হয়নি। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনে টস হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ১০টা থেকেই শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত