ক্রিকেটের সঙ্গে বিভিন্ন পেশার মানুষকে যুক্ত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম চালু করেছে। সিএর এমন কার্যক্রমের অংশ হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
খেলাধুলা, ব্যবসা, গণমাধ্যম, রাষ্ট্রীয় কার্যক্রমসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ৫৪ জনকে বহু সাংস্কৃতিক দূত কার্যক্রমের প্রতিনিধি হিসেবে বাছাই করেছে সিএ। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ তাদের ওয়েবসাইটে প্রতিনিধিদের নাম প্রকাশ করেছে। বুলবুলসহ বাংলাদেশি বংশোদ্ভূত আছেন চারজন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ায় জনপ্রিয় মাস্টারশেফ কিশোয়ার চৌধুরী, কিশোয়ারের বাবা কামরুল হোসেন চৌধুরী ও স্বরূপ আফসার। ক্রিকেটের আরও আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, ভারতের রবি শাস্ত্রী, শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন গঙ্গা।
বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম সামনে অনেক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন সিএর প্রধান নির্বাহী নিক হকলি। হকলি বলেন, ‘বহু সাংস্কৃতিক দূতদের এমন বিচিত্র গ্রুপকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। তাঁদের সম্মিলিত নেতৃত্ব, অভিজ্ঞতা, আত্মনিবেদন ক্রিকেট কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনবে। সমাজে বিভিন্ন পেশার মানুষকে একত্রিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া যে প্রতিশ্রুতিবদ্ধ, বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম সেটাই বোঝায়। সবার সহযোগিতা, কার্যক্রমের মাধ্যমে প্রোগ্রামটি নিশ্চিত করতে যায় যে ক্রিকেট খেলা সবার জন্যই আনন্দদায়ক। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার যে বিভিন্ন সংস্কৃতির মানুষকে ক্রিকেটের সঙ্গে সংযুক্ত করা। সব ধরনের বাধা–বিপত্তি দূর করে ঐক্য স্থাপন করা।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে আছেন উসমান খাজা, অ্যাশটন অ্যাগার ও স্কট বোল্যান্ডের মতো তারকারা। খাজা বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক দূত কার্যক্রমের অংশ হতে পেরে গর্বিত। আমি মনে করি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে খেলাধুলা একধরনের সেতু হিসেবে কাজ করে। খেলাকে আমাদের পরবর্তী পর্যায়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, যাতে খেলার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়ে। বিভিন্ন পেশার মানুষকে উৎসাহিত করতে হবে।’
ক্রিকেটের সঙ্গে বিভিন্ন পেশার মানুষকে যুক্ত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম চালু করেছে। সিএর এমন কার্যক্রমের অংশ হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
খেলাধুলা, ব্যবসা, গণমাধ্যম, রাষ্ট্রীয় কার্যক্রমসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ৫৪ জনকে বহু সাংস্কৃতিক দূত কার্যক্রমের প্রতিনিধি হিসেবে বাছাই করেছে সিএ। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ তাদের ওয়েবসাইটে প্রতিনিধিদের নাম প্রকাশ করেছে। বুলবুলসহ বাংলাদেশি বংশোদ্ভূত আছেন চারজন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ায় জনপ্রিয় মাস্টারশেফ কিশোয়ার চৌধুরী, কিশোয়ারের বাবা কামরুল হোসেন চৌধুরী ও স্বরূপ আফসার। ক্রিকেটের আরও আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, ভারতের রবি শাস্ত্রী, শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন গঙ্গা।
বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম সামনে অনেক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন সিএর প্রধান নির্বাহী নিক হকলি। হকলি বলেন, ‘বহু সাংস্কৃতিক দূতদের এমন বিচিত্র গ্রুপকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। তাঁদের সম্মিলিত নেতৃত্ব, অভিজ্ঞতা, আত্মনিবেদন ক্রিকেট কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনবে। সমাজে বিভিন্ন পেশার মানুষকে একত্রিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া যে প্রতিশ্রুতিবদ্ধ, বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম সেটাই বোঝায়। সবার সহযোগিতা, কার্যক্রমের মাধ্যমে প্রোগ্রামটি নিশ্চিত করতে যায় যে ক্রিকেট খেলা সবার জন্যই আনন্দদায়ক। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার যে বিভিন্ন সংস্কৃতির মানুষকে ক্রিকেটের সঙ্গে সংযুক্ত করা। সব ধরনের বাধা–বিপত্তি দূর করে ঐক্য স্থাপন করা।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে আছেন উসমান খাজা, অ্যাশটন অ্যাগার ও স্কট বোল্যান্ডের মতো তারকারা। খাজা বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক দূত কার্যক্রমের অংশ হতে পেরে গর্বিত। আমি মনে করি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে খেলাধুলা একধরনের সেতু হিসেবে কাজ করে। খেলাকে আমাদের পরবর্তী পর্যায়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, যাতে খেলার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়ে। বিভিন্ন পেশার মানুষকে উৎসাহিত করতে হবে।’
বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
৯ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
৯ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
১১ ঘণ্টা আগে