Ajker Patrika

বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটারের ‘আজব’ ব্যাটিং দেখে ওয়াসিমের প্রশ্ন

ক্রীড়া ডেস্ক    
দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন গতকাল।  ছবি: এএফপি
দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন গতকাল। ছবি: এএফপি

দুজনেরই বয়স ৪০ ছুঁইছুঁই। দুই ক্রিকেটারই ২০০-এর বেশি ওয়ানডে খেলেছেন। বলা হচ্ছে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের কথা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও আইসিসি ইভেন্টে কীভাবে খেলতে হয়, সেটা এখনো তাঁরা বুঝতে পারছেন না।

রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথম ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৯৭ রান। হঠাৎ করেই সেটা হয়ে যায় ৫ উইকেটে ১১৮ রান। তাওহিদ হৃদয় (৭), মুশফিক (২), মাহমুদউল্লাহ (৪)-এই তিন ব্যাটারকে ফিরিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। যাঁদের মধ্যে মুশফিক স্লগ সুইপ খেলতে ডিপ মিড উইকেটে আউট হয়েছেন। মাহমুদউল্লাহ লেগ সাইডে খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেখানে ইনিংস বড় করার কথা, দলের স্কোরবোর্ডে লড়াইয়ের মতো পুঁজি এনে দেওয়ার কথা, তখনই তাঁরা (মাহমুদউল্লাহ-মুশফিক) ব্যর্থ।

রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ আলোচনায় বসেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে নিখিল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা ডট বলের চাপে পড়ে বড় শট খেলেছে।’ তখন ওয়াসিম আকরাম বলেন,‘দুই সিনিয়র ক্রিকেটার মিডল অর্ডারের দায়িত্ব সামলাতেই তো এসেছে। দুজনই আজব শট খেলে আউট হয়েছে। যে স্পিনারের বল কি না ঘোরেই না।’ নিখিল এরপর বলেন, ‘আমি ভীষণ অবাক হয়েছি।’

ফিল্ডিংয়েও দুই দলের মধ্যে পার্থক্য দেখা গেছে স্পষ্ট। ১৮১ ডট বল খেলার পেছনে বাংলাদেশের ক্রিকেটারদের যেমন দায় রয়েছে, তেমনি নিউজিল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংয়েরও কৃতিত্ব দিতে হবে। কেইন উইলিয়ামসন কাভারে দুর্দান্ত এক ক্যাচ ধরে তাওহিদ হৃদয়কে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র যে ১১২ রানের ইনিংস খেলেছেন, সেখানে তিন বার জীবন পেয়েছেন। তানজিদ হাসান তামিম রান আউটের সুযোগ হাতছাড়া করেছেন। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহও ক্যাচ মিস করেছেন।

‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিংরুমে’ উইকেট পতন নিয়ে আলোচনার সময় নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের প্রশংসার পাশাপাশি বাংলাদেশের বাজে ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ফর্মে থাকা ক্রিকেটার (হৃদয়) অফ সাইডে খেলতে গেছে। ঠিকমতো শট খেলতে পারেনি। এই বয়সেও সে (উইলিয়ামসন) কী দারুণ ক্যাচ ধরেছে! ফিল্ডিং আসলেই অনেক ভালো হয়েছে। দুই সিনিয়র ক্রিকেটারের (মাহমুদউল্লাহ-মুশফিক) ওপর যেখানে সবাই ভরসা করেছে, তারা গড়পড়তা শট খেলে আউট হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত