যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও সবচেয়ে দীর্ঘসময় লঘু অভিকর্ষে কাটিয়েছেন। তিনি মহাকাশে পুরো এক বছর কাটানোর পরে পৃথিবীর মাটিতে পা রেখেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর ২০১৭ সালে নাসার মহাকাশচারী নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম মহাকাশে যাত্রা। তিনি সালভাদোরান বংশোদ্ভূত প্রথম মহাকাশচারীও।
সিএনএনের সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রুবিও বলেছিলেন, তিনি যদি জানতেন যে মহাকাশ স্টেশনে তার অবস্থান মূলত পরিকল্পনার চেয়ে দ্বিগুণ হবে, তবে প্রশিক্ষণ শুরুর আগে তিনি ‘সম্ভবত প্রত্যাখ্যান করতেন’।
রুবিও বলেন, ‘পরিবারের কিছু অনুষ্ঠানের জন্য এমন সিদ্ধান্ত নিতাম। যদি আমি জানতাম যে আমাকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো মিস করতে হবে, তাহলে বলতাম, পারছি না, ক্ষমা করুন।’
রুবিওর চারটি সন্তান রয়েছে। তিনি এখন কাজাখস্তানের ঝাজকাজগান শহরের সয়ুজ মহাকাশযানের অবতরণ কেন্দ্র থেকে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। হাস্টনের ফ্লাইটে চড়ার আগে তিনি প্রথমে কারাগান্ডায় যাবেন, যা ঢেজকাজগান থেকে প্রায় ৩৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
নাসার তথ্য অনুসারে, রুবিও এবং তার ক্রুমেটরা ১৫৭ দশমিক ৪ মিলিয়ন মাইল ভ্রমণ করেছে এবং পৃথিবীর ৫ হাজার ৯৬৩টি কক্ষপথ সম্পূর্ণ করেছে।
এদিকে ২০২২ সালে মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেইয়ের গড়া ৩৫৫ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড রুবিও প্রথম যাত্রাতেই ভেঙেছেন।
তবে মহাকাশে সবচেয়ে দীর্ঘসময় অবস্থানের বিশ্ব রেকর্ড এখনো রাশিয়ার মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভের। তিনি ১৯৯৪ সালের জানুয়ারি থেকে মার্চ ১৯৯৫ সালের মধ্যে ৪৩৭ দিন অবিচ্ছিন্নভাবে মহাকাশে ছিলেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও সবচেয়ে দীর্ঘসময় লঘু অভিকর্ষে কাটিয়েছেন। তিনি মহাকাশে পুরো এক বছর কাটানোর পরে পৃথিবীর মাটিতে পা রেখেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর ২০১৭ সালে নাসার মহাকাশচারী নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম মহাকাশে যাত্রা। তিনি সালভাদোরান বংশোদ্ভূত প্রথম মহাকাশচারীও।
সিএনএনের সঙ্গে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রুবিও বলেছিলেন, তিনি যদি জানতেন যে মহাকাশ স্টেশনে তার অবস্থান মূলত পরিকল্পনার চেয়ে দ্বিগুণ হবে, তবে প্রশিক্ষণ শুরুর আগে তিনি ‘সম্ভবত প্রত্যাখ্যান করতেন’।
রুবিও বলেন, ‘পরিবারের কিছু অনুষ্ঠানের জন্য এমন সিদ্ধান্ত নিতাম। যদি আমি জানতাম যে আমাকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো মিস করতে হবে, তাহলে বলতাম, পারছি না, ক্ষমা করুন।’
রুবিওর চারটি সন্তান রয়েছে। তিনি এখন কাজাখস্তানের ঝাজকাজগান শহরের সয়ুজ মহাকাশযানের অবতরণ কেন্দ্র থেকে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। হাস্টনের ফ্লাইটে চড়ার আগে তিনি প্রথমে কারাগান্ডায় যাবেন, যা ঢেজকাজগান থেকে প্রায় ৩৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
নাসার তথ্য অনুসারে, রুবিও এবং তার ক্রুমেটরা ১৫৭ দশমিক ৪ মিলিয়ন মাইল ভ্রমণ করেছে এবং পৃথিবীর ৫ হাজার ৯৬৩টি কক্ষপথ সম্পূর্ণ করেছে।
এদিকে ২০২২ সালে মার্কিন মহাকাশচারী মার্ক ভান্দে হেইয়ের গড়া ৩৫৫ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড রুবিও প্রথম যাত্রাতেই ভেঙেছেন।
তবে মহাকাশে সবচেয়ে দীর্ঘসময় অবস্থানের বিশ্ব রেকর্ড এখনো রাশিয়ার মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভের। তিনি ১৯৯৪ সালের জানুয়ারি থেকে মার্চ ১৯৯৫ সালের মধ্যে ৪৩৭ দিন অবিচ্ছিন্নভাবে মহাকাশে ছিলেন।
রঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
৬ ঘণ্টা আগেআইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
১ দিন আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেডলফিনেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী, যাদের জটিল সামাজিক আচরণ ও শিসের মাধ্যমে নিজস্ব সাংকেতিক নাম রয়েছে। তারা ঘনঘন শব্দ, ক্লিক ও স্কোয়াক ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। রহস্যময় এই যোগাযোগব্যবস্থা ভেদ করার পথেই এগোচ্ছে বিজ্ঞান।
২ দিন আগে