মঙ্গল গ্রহে অদ্ভুত আকৃতির শিলার সন্ধান পেয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। মার্স রোভার কিউরিওসিটির (গাড়ি আকৃতির যন্ত্র) মাধ্যমে তাঁরা দেখেছেন, শিলাটির গঠন বাঁকানো টাওয়ারের মতো।
এদিকে ভিনগ্রহে বুদ্ধিমত্তার সন্ধান করে এমন একটি সংস্থা এসইটিআই গত মাসে টুইটারে মঙ্গলে পাথর গঠনের একটি ছবি পোস্ট করেছে। ছবিটি মার্স রোভারের ক্যামেরা দিয়ে তোলার পর পৃথিবীতে পাঠানো হয়েছে। ছবিটি নিয়ে মহাকাশ পর্যবেক্ষকেরা কৌতুহলী হয়ে উঠেছেন। তবে এসইটিআই এটিকে ভিনগ্রহের প্রাণী নয় বলে জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ছবিতে আরেকটি শীতল শিলা দেখা গেছে। সেটি সিমেন্টযুক্ত শিলার মতো এবং কোথাও কোথাও ক্ষয়ে গেছে বলে মনে হয়েছে। পৃথিবীতে বৃষ্টি, পানি, বরফ ও বাতাসের কারণে শিলা ক্ষয়ে যায়। তবে মঙ্গলে প্রবাহিত পানির অভাব রয়েছে, যদিও অনেক বাতাস রয়েছে সেখানে।
মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, এ বছরের শুরুর দিকে নাসা ফুলের মতো দেখতে একটি শিলার ছবি প্রকাশ করেছিল। গত ৯ মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলাটি এক পয়সার চেয়েও ছোট।
মঙ্গলের ছবিগুলো প্রায়ই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ বছরের শুরুর দিকে নাসা আরও একটি পাথুরে ছবি প্রকাশ করেছিল। সেটি দেখতে অনেকটা প্রবেশদ্বারের মতো ছিল। ছবিটিকে অনেকেই ‘এলিয়েন ফিগার’ মনে করেছিলেন।
মঙ্গল গ্রহে অদ্ভুত আকৃতির শিলার সন্ধান পেয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। মার্স রোভার কিউরিওসিটির (গাড়ি আকৃতির যন্ত্র) মাধ্যমে তাঁরা দেখেছেন, শিলাটির গঠন বাঁকানো টাওয়ারের মতো।
এদিকে ভিনগ্রহে বুদ্ধিমত্তার সন্ধান করে এমন একটি সংস্থা এসইটিআই গত মাসে টুইটারে মঙ্গলে পাথর গঠনের একটি ছবি পোস্ট করেছে। ছবিটি মার্স রোভারের ক্যামেরা দিয়ে তোলার পর পৃথিবীতে পাঠানো হয়েছে। ছবিটি নিয়ে মহাকাশ পর্যবেক্ষকেরা কৌতুহলী হয়ে উঠেছেন। তবে এসইটিআই এটিকে ভিনগ্রহের প্রাণী নয় বলে জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ছবিতে আরেকটি শীতল শিলা দেখা গেছে। সেটি সিমেন্টযুক্ত শিলার মতো এবং কোথাও কোথাও ক্ষয়ে গেছে বলে মনে হয়েছে। পৃথিবীতে বৃষ্টি, পানি, বরফ ও বাতাসের কারণে শিলা ক্ষয়ে যায়। তবে মঙ্গলে প্রবাহিত পানির অভাব রয়েছে, যদিও অনেক বাতাস রয়েছে সেখানে।
মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, এ বছরের শুরুর দিকে নাসা ফুলের মতো দেখতে একটি শিলার ছবি প্রকাশ করেছিল। গত ৯ মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলাটি এক পয়সার চেয়েও ছোট।
মঙ্গলের ছবিগুলো প্রায়ই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ বছরের শুরুর দিকে নাসা আরও একটি পাথুরে ছবি প্রকাশ করেছিল। সেটি দেখতে অনেকটা প্রবেশদ্বারের মতো ছিল। ছবিটিকে অনেকেই ‘এলিয়েন ফিগার’ মনে করেছিলেন।
২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
৭ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১ দিন আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১ দিন আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
২ দিন আগে