Ajker Patrika

আমান-খোকন-সোহেলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫: ২৫
আমান-খোকন-সোহেলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছর ১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। ওই দিন মামলার বাদীকে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ পড়ে শোনানো হলে আমানুল্লাহ আমান, খায়রুল কবীর খোকন ও হাবিব-উন-নবী খান সোহেলসহ উপস্থিত সকলে নিজেদেরকে নির্দোষ দাবি করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১০ অক্টোবর সকাল ৯টার দিকে আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা দৈনিক বাংলার মোড়ে মিছিল করেন। আগের দিন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তারা মিছিল করেন। মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় ১৩ জনসহ আরও এক দেড় শ নেতা কর্মী মিছিল থেকে পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করে ও রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তাদেরকে মারধর করা হয়।

ঘটনার পর মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৬ আগস্ট একই থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ তদন্ত শেষে ৫১ জনকে আসামি করে আদালত অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত