Ajker Patrika

জাতীয় যুবশক্তির নেতৃত্বে তারিকুল, জাহেদুল ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ কমিটির ঘোষণা দেন। ছবি: মেহেদী হাসান
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ কমিটির ঘোষণা দেন। ছবি: মেহেদী হাসান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। এতে আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ মে) শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) বেলা ৩টার দিকে অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ কমিটির ঘোষণা দেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘যারা জুলাই আন্দোলনে ফ্যাসিস্টবিরোধী সংগ্রামে লিপ্ত ছিল, তাদের নিয়েই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছিল। সেই এনসিপির সহযোগী সংগঠন হিসেবে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটেছে। গতানুগতিক রাজনীতির বাইরে দেশের উন্নয়নে ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে কাজ করবে এই জাতীয় যুবশক্তি।’

মোট ১৩১ সদস্যবিশিষ্ট জাতীয় যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের নাম প্রকাশ করে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুবশক্তির নাহিদা বুশরা, রাজিব বিন জামাল তুহিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত