Ajker Patrika

মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না—গোপালগঞ্জে সারজিস

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৯: ১১
সারজিস আলম। ফাইল ছবি
সারজিস আলম। ফাইল ছবি

গোপালগঞ্জে আজ বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার পর দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।’

আজ এক ফেসবুক পোস্টে সারজিস আলম এ কথা বলেন।

ওই পোস্টে সারজিস বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।

‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত