Ajker Patrika

জবি ছাত্রদের ন্যায্য দাবি মানতে আলোচনায় বসুন: সরকারকে সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৫, ২০: ০৯
গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি: আজকের পত্রিকা
গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিকে ন্যায্য উল্লেখ করে সরকারকে তাঁদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘উপদেষ্টাদের বলি, আপনাদের আন্দোলন ন্যায্য, আর অন্যদের আন্দোলন অন্যায্য এটা ভালো কথা না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন। আলোচনায় না বসে কায়দা করে দীর্ঘসূত্রতা করে আপনারা কী পরিচয় দিচ্ছেন নিজেদের।’

অন্তর্বর্তী সরকারের প্রধানের উদ্দেশে তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন; এই তিন বিষয় একসঙ্গে চালিয়ে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে। বিচার, সংস্কার, নির্বাচন—এই তিনটি একসঙ্গে চলতে হবে। এই তিনটির সঙ্গে কোনো ধরনের বিরোধ জনগণ মানবে না। কাজে এই তিনটিকে একসঙ্গে চালিয়ে নিয়ে যত সমস্যা হচ্ছে, সেগুলো দ্রুত সমাধান করে জনগণের ঐক্য ফিরিয়ে আনুন।’

জোনায়েদ সাকি বলেন, ‘চট্টগ্রাম বন্দর আপনারা বিদেশিদের কাছে দিতে চান। জনগণ এতে একমত কিনা আপনারা জিজ্ঞেস করেননি। কী পদ্ধতিতে দেওয়া হচ্ছে, সেটা খোলাসা করেননি। এভাবে কাজ করার এখতিয়ার আপনার নেই। আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা।’

সরকারের উদ্দেশে সাকি আরও বলেন, ‘একদল লোক নিজেদের আন্দোলনকারী বলে মবতন্ত্র কায়েম করতে চাচ্ছে। তারা নারীর ওপর আক্রমণ করে, মাজারে আক্রমণ করে। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যার শক্তি বেশি তাকে ছাড় দেবেন, আবার কাউকে অপছন্দ হলে তার সঙ্গে দীর্ঘসূত্রতা করবেন—এসব আচরণ আপনাদের সরকারের বৈশিষ্ট্যের সঙ্গে যায় না।’

জোনায়েদ সাকি বলেন, ‘শেখ হাসিনার গদি মানুষ উল্টে দিয়েছে। ভারতের আধিপত্যকেও উল্টে দেওয়া হবে। ভারতকে আমরা আগেও বলেছি, এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন। আর সত্যিকার অর্থে যদি বন্ধুত্ব করতে চান, তাহলে সমতার ভিত্তিতে করেন। কারও অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না। সেটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, প্রতি মুহূর্তে আমাদের ঠকাচ্ছে, তাদের যদি আমরা বন্ধু ভাবি; তাহলে আমরা শুধু শারীরিকভাবেই দাস নই, আমরা মানসিকভাবেও দাস।’

এ সময় সেখানে গণসংহতি আন্দোলনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টানা তৃতীয় দিনের মতো চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছেন। তাদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত