নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর জন্য সরাসরি সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের দাবিকে পাশ কাটিয়ে দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে ফখরুল এ অভিযোগ করেন। সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপি। কিছু হলেই বিএনপি। প্রতিদিন সবখানে আগুন লাগছে। এই আগুন লাগার পেছনে আপনারা আছেন।’
সারের দাম কমানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ফখরুল বলেন, ‘সারের দাম বাড়ানোর মধ্য দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ-এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’
বিএনপির মহাসচিব বলেন, যে উৎপাদন করে তাদের চিন্তা না করে মদদপুষ্ট লোকদের স্বার্থ দেখছে সরকার। উন্নয়ন কোথায়, সাধারণ মানুষ খেতে পারছে না। সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী। আর সহ্য করা হবে না। সরকারকে সরাতে হবে। সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন দেশের ক্ষতি হবে। বাংলাদেশকে রক্ষার জন্য সবাই এক জোট হয়ে আন্দোলনে নেমেছি। বিএনপি ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই আন্দোলন।’
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর জন্য সরাসরি সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের দাবিকে পাশ কাটিয়ে দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে ফখরুল এ অভিযোগ করেন। সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপি। কিছু হলেই বিএনপি। প্রতিদিন সবখানে আগুন লাগছে। এই আগুন লাগার পেছনে আপনারা আছেন।’
সারের দাম কমানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ফখরুল বলেন, ‘সারের দাম বাড়ানোর মধ্য দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ-এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’
বিএনপির মহাসচিব বলেন, যে উৎপাদন করে তাদের চিন্তা না করে মদদপুষ্ট লোকদের স্বার্থ দেখছে সরকার। উন্নয়ন কোথায়, সাধারণ মানুষ খেতে পারছে না। সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী। আর সহ্য করা হবে না। সরকারকে সরাতে হবে। সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন দেশের ক্ষতি হবে। বাংলাদেশকে রক্ষার জন্য সবাই এক জোট হয়ে আন্দোলনে নেমেছি। বিএনপি ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই আন্দোলন।’
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে।
১৩ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
৯ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন
৯ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
১৯ ঘণ্টা আগে