Ajker Patrika

সরকারই আগুন লাগাচ্ছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৪: ৩৪
সরকারই আগুন লাগাচ্ছে: মির্জা ফখরুল 

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর জন্য সরাসরি সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের দাবিকে পাশ কাটিয়ে দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ  করেন তিনি। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে ফখরুল এ অভিযোগ করেন। সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপি। কিছু হলেই বিএনপি। প্রতিদিন সবখানে আগুন লাগছে। এই আগুন লাগার পেছনে আপনারা আছেন।’

সারের দাম কমানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ফখরুল বলেন, ‘সারের দাম বাড়ানোর মধ্য দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ-এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’

বিএনপির মহাসচিব বলেন, যে উৎপাদন করে তাদের চিন্তা না করে মদদপুষ্ট লোকদের স্বার্থ দেখছে সরকার। উন্নয়ন কোথায়, সাধারণ মানুষ খেতে পারছে না। সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী। আর সহ্য করা হবে না। সরকারকে সরাতে হবে। সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন দেশের ক্ষতি হবে। বাংলাদেশকে রক্ষার জন্য সবাই এক জোট হয়ে আন্দোলনে নেমেছি। বিএনপি ক্ষমতায় যেতে নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই আন্দোলন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত