Ajker Patrika

‘রাইফেল নিয়ে দাঁড়ানো’র বক্তব্যকে হিউমার বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫: ৩৪
‘রাইফেল নিয়ে দাঁড়ানো’র বক্তব্যকে হিউমার বললেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার দুপুরে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা মাঠে থাকবেন। মাঠটা নিয়ন্ত্রণ করবেন আপনারা। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’ 

নিজের এক বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সিইসি বলেন, ‘একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গত পরশু বলেছিলাম, যদি কেউ তলোয়ার নিয়ে আসে, আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা আপনাদের বুঝতে হবে যে একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটা কখনো মিন করে বলতে পারেন না। আমি হয়তো অল্প শিক্ষিত। কিন্তু অল্প শিক্ষিত মানুষ হলেও এ ধরনের কথা আমি বলতে পারি না। ববি হাজ্জাজ নামের এক ভদ্রলোকের কথার পিঠে আমি হেসে কথাটি বলেছিলাম। আমি হিউমার করে কথাটি বলেছিলাম। এটাকে ওইভাবে প্রচার না করে বস্তুনিষ্ঠভাবে প্রচার করা উচিত ছিল। আমি অস্ত্র নিয়ে প্রস্তুত থাকার বিষয় মিন করি নাই। আমাকে ক্ষমা করবেন।’ 

উল্লেখ্য, গত রোববার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে ভোটের মাঠে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত