Ajker Patrika

পদ্মা সেতু বিরাট অর্জন হলেও অনেক প্রশ্ন আছে, সংসদে এমপি হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতু বিরাট অর্জন হলেও অনেক প্রশ্ন আছে, সংসদে এমপি হারুন

পদ্মা সেতু নির্মাণ সরকারের বিরাট অর্জন কিন্তু এ প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ। আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশীদ বলেন, ‘পদ্মা সেতু একটি বিরাট অর্জন তাতে সন্দেহ নেই। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু অনেক প্রশ্ন আছে, বিশ্বব্যাংক কেন অর্থায়ন করেনি, দফায় দফায় ব্যয় বেড়েছে। এসবের স্বচ্ছতা, জবাবদিহি দরকার। বড় বড় প্রকল্পগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে।’

দলীয় এমপি রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের সংসদ সদস্যদের হইচইয়ের কথা উল্লেখ করে হারুন বলেন, ‘সংসদে আলোচনা হবে। সরকারি দলের সদস্য বক্তব্য খণ্ডন করতে পারেন। কিন্তু যেভাবে হইচই হয়েছে, স্পিকার প্রোটেকশন দেননি।’ 

হারুন বলেন, পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলে উন্নয়নের মাইলফলক হবে তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু রেল সেতু, এক্সপ্রেসওয়ে, লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন আছে। 

হাদীস থেকে উদ্ধৃতি দিয়ে হারুন বলেন, ‘শাসকের সামনে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ। তারা সেই জিহাদ করছেন, সত্য বলছেন।’ 

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে বিএনপির ভূমিকা নিয়ে সরকার পক্ষের বক্তব্যের জবাবে হারুন বলেন, ‘বিশ্বব্যাংক কি বিএনপির কথায় টাকা দেয়? বিএনপি বিরোধী দল, ক্ষমতাও নেই, বিএনপি কীভাবে টাকা বন্ধ করে দেয়?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত