নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।
প্রবাসী বাংলাদেশিদের দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিতে এ কমিটি বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করবে এবং তাঁদের জাতীয় রাজনীতির সঙ্গে সংযুক্ত করবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন এশিয়া প্রতিনিধি হিসেবে ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী, জুবায়ের আহমেদ; মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে সাইফ সারোয়ার, ডক্টর মনির উদ্দিন আহমেদ; মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে আনামুল হক, আলমগীর আকাশ; ইউরোপ প্রতিনিধি হিসেবে ওমর ঢালী, মারজুক আহমেদ; যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নুরুল হুদা, ইমা ইসলাম; যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে তারিক আদনান মুন, তাওহিদ তানজিম; কানাডা প্রতিনিধি হিসেবে মুনতাসীর মামুন, নাহিদ ইসলাম; অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে সালওয়া শামস, উল্লাশ জায়েদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তাসনিম জারা, এহতেশামুল হক, মাহাবুব আলম।
জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।
প্রবাসী বাংলাদেশিদের দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিতে এ কমিটি বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করবে এবং তাঁদের জাতীয় রাজনীতির সঙ্গে সংযুক্ত করবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন এশিয়া প্রতিনিধি হিসেবে ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী, জুবায়ের আহমেদ; মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে সাইফ সারোয়ার, ডক্টর মনির উদ্দিন আহমেদ; মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে আনামুল হক, আলমগীর আকাশ; ইউরোপ প্রতিনিধি হিসেবে ওমর ঢালী, মারজুক আহমেদ; যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নুরুল হুদা, ইমা ইসলাম; যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে তারিক আদনান মুন, তাওহিদ তানজিম; কানাডা প্রতিনিধি হিসেবে মুনতাসীর মামুন, নাহিদ ইসলাম; অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে সালওয়া শামস, উল্লাশ জায়েদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তাসনিম জারা, এহতেশামুল হক, মাহাবুব আলম।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে কোনো অপরিপক্ব বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি ও কালোটাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকার
১১ ঘণ্টা আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ
১১ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগেবজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই...
১২ ঘণ্টা আগে