নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, এমন প্রশ্ন তুলেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আজ রোববার ‘অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারত’ শীর্ষক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই আলোচনা সভার আয়োজন করে।
সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর গাছের ওপরেরটা খাইলো, আবার তলারটাও কুড়াইলো। মন্ত্রিত্ব নিল, রাষ্ট্রের সব সুযোগ–সুবিধা নিল। আর তাদেরকে জামাই-আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে।’
সুব্রত চৌধুরী বলেন, ‘এরশাদকে ৯ বছরে পতন করলাম। সে (শেখ হাসিনা) এরশাদকে কোলে তুলে নিল। এখন দেখছি তারা (জাপা) বলে জুলাই বিপ্লবে বিবৃতি দিয়েছি, সমর্থন দিয়েছি। এটা মানা যায় না। পতিত স্বৈরাচারের সঙ্গে যারা সহযোগী, এই জাতীয় পার্টিও একই দোষে দুষ্ট।’
সুব্রত চৌধুরী আরও বলেন, ‘এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত, প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে তাদের বিচরণ আছে। তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের প্রতিটি কাজে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদের যেকোনো কাজে পাশে দাঁড়াতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, অধ্যাপক দিলারা জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, এমন প্রশ্ন তুলেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আজ রোববার ‘অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারত’ শীর্ষক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই আলোচনা সভার আয়োজন করে।
সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর গাছের ওপরেরটা খাইলো, আবার তলারটাও কুড়াইলো। মন্ত্রিত্ব নিল, রাষ্ট্রের সব সুযোগ–সুবিধা নিল। আর তাদেরকে জামাই-আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে।’
সুব্রত চৌধুরী বলেন, ‘এরশাদকে ৯ বছরে পতন করলাম। সে (শেখ হাসিনা) এরশাদকে কোলে তুলে নিল। এখন দেখছি তারা (জাপা) বলে জুলাই বিপ্লবে বিবৃতি দিয়েছি, সমর্থন দিয়েছি। এটা মানা যায় না। পতিত স্বৈরাচারের সঙ্গে যারা সহযোগী, এই জাতীয় পার্টিও একই দোষে দুষ্ট।’
সুব্রত চৌধুরী আরও বলেন, ‘এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত, প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে তাদের বিচরণ আছে। তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের প্রতিটি কাজে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদের যেকোনো কাজে পাশে দাঁড়াতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, অধ্যাপক দিলারা জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেবিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন।’
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল জয়লাভ করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামি পাকিস্তান। আজ বুধবার পাকিস্তান জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানানো হয়।
২ ঘণ্টা আগেপোস্টে সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’
২ ঘণ্টা আগে