নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, এমন প্রশ্ন তুলেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আজ রোববার ‘অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারত’ শীর্ষক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই আলোচনা সভার আয়োজন করে।
সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর গাছের ওপরেরটা খাইলো, আবার তলারটাও কুড়াইলো। মন্ত্রিত্ব নিল, রাষ্ট্রের সব সুযোগ–সুবিধা নিল। আর তাদেরকে জামাই-আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে।’
সুব্রত চৌধুরী বলেন, ‘এরশাদকে ৯ বছরে পতন করলাম। সে (শেখ হাসিনা) এরশাদকে কোলে তুলে নিল। এখন দেখছি তারা (জাপা) বলে জুলাই বিপ্লবে বিবৃতি দিয়েছি, সমর্থন দিয়েছি। এটা মানা যায় না। পতিত স্বৈরাচারের সঙ্গে যারা সহযোগী, এই জাতীয় পার্টিও একই দোষে দুষ্ট।’
সুব্রত চৌধুরী আরও বলেন, ‘এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত, প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে তাদের বিচরণ আছে। তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের প্রতিটি কাজে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদের যেকোনো কাজে পাশে দাঁড়াতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, অধ্যাপক দিলারা জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
জাতীয় পার্টিকে এত জামাই-আদর কিসের, এমন প্রশ্ন তুলেছেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। আজ রোববার ‘অন্তর্বর্তী সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারত’ শীর্ষক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই আলোচনা সভার আয়োজন করে।
সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি গত ১৭ বছর গাছের ওপরেরটা খাইলো, আবার তলারটাও কুড়াইলো। মন্ত্রিত্ব নিল, রাষ্ট্রের সব সুযোগ–সুবিধা নিল। আর তাদেরকে জামাই-আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে।’
সুব্রত চৌধুরী বলেন, ‘এরশাদকে ৯ বছরে পতন করলাম। সে (শেখ হাসিনা) এরশাদকে কোলে তুলে নিল। এখন দেখছি তারা (জাপা) বলে জুলাই বিপ্লবে বিবৃতি দিয়েছি, সমর্থন দিয়েছি। এটা মানা যায় না। পতিত স্বৈরাচারের সঙ্গে যারা সহযোগী, এই জাতীয় পার্টিও একই দোষে দুষ্ট।’
সুব্রত চৌধুরী আরও বলেন, ‘এখন পর্যন্ত স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে। উচ্চ আদালত, প্রশাসন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে তাদের বিচরণ আছে। তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের প্রতিটি কাজে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদের যেকোনো কাজে পাশে দাঁড়াতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, অধ্যাপক দিলারা জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
৯ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১২ ঘণ্টা আগেনির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই। কারণ, এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি।’
১২ ঘণ্টা আগেভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কোলে বসা যাবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।
১৩ ঘণ্টা আগে