নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশের জনগণ যে পরিবর্তনের আশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই পথ রুদ্ধ করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও রুখে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগেশফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
১ দিন আগেনাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের
১ দিন আগে‘আমরা খবর পাচ্ছি, যাঁরা এনসিপিতে যোগ দিতে চান, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। ওপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসনের কবর হয়েছে। এনসিপির কোনো নেতা-কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতন্ত্র উত্তরণের জন্য একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করব। কিন্তু পরশ্রীকাতরতা ও হিংসার রাজনীত
১ দিন আগে