Ajker Patrika

হেফাজত নেতাদের সম্পদের তথ্য পায়নি দুদক

নিজস্ব প্রতিবেদক
হেফাজত নেতাদের সম্পদের তথ্য পায়নি দুদক

ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।

হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'

তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’

হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।

দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত