নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
ঢাকা: হেফাজতে ইসলামের ৫০ নেতার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনো কোনো তথ্য পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৯ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।
হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম কত দূর এগিয়েছে, সেই প্রশ্নে দুদক সচিব বলেন, `আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার তথ্যের জন্য সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো।'
তিনি আরও বলেন, ‘আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছি। সম্ভবত সেই রেফারেন্সে ব্যাংকের কাছে তথ্য চাওয়ার জন্য তারা চিঠিপত্র দিয়েছে। তারপর হেফাজত নেতাদের জমি-জমার হিসাব চাওয়া হয়েছে। তাঁদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।’
হেফাজত নেতাদের তথ্য পেতে দেরি হচ্ছে কিনা, এমন প্রশ্নে দুদক সচিব জানান, বিএফআইইউ তথ্য সংগ্রহ করছে, হয়তো দেরি হচ্ছে। হেফাজতের ইসলামের গ্রেপ্তার নেতাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে, সেই এখতিয়ার তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া আছে বলেও জানান তিনি।
দুদক সচিব আরও জানান, হেফাজত নেতাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। তাদের বিদেশ যাত্রার ও পাসপোর্ট সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ ছাড়া ভূমি অফিস ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। এতে আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নির্বাচিত হয়েছেন।
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিন বিষয় একসঙ্গে চালাতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন। এক সম্পাদকীয়তে তারা বলেছে, কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিলে দেশের গণতন্ত্র দুর্বল হবে এবং সেনা হস্তক্ষেপের ঝুঁকি বাড়বে।
১১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ন্যায্য উল্লেখ করে সরকারকে তাঁদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
১২ ঘণ্টা আগে